আলহামদুলিল্লাহ্, আল্লাহ সুবহানাহু তায়ালার অশেষ মেহেরবাীতে আমরা দ্বীন ইসলামকে আপনাদের কাছে আরও সহজে পৌছে দেবার লক্ষ্যে এই কাজের চেষ্টা করেছি। আমরা দেখেছি বাজারে পবিত্র কুরআনের যেসব অনুবাদ আছে সেখানে অনিচ্ছাকৃত অনেক ভুল আছে। আবার একজন ব্যক্তি চেষ্টা করলেও একাধিক অনুবাদ সংগ্রহ করে পড়া সম্ভব হয়ে উঠে না। সেজন্য আমাদের এই প্রচেষ্টা। এখানে অনুবাদকদের অনুবাদে যেভাবে আছে ঠিক সেভাবেই দেয়ার চেষ্টা করা হয়েছে।
এই ওয়েসাইটে আপনি যা যা পাবেন...
১। পবিত্র কুরআনের তিনজন অনুবদকের অনুবাদ।
২। নির্দিষ্ট সূরা পাঠের সময় কোন অনুবাদে পৃথকভাবে অথবা একইসাথে সার্চ অপশন।
৩। সূরা ও আয়াত নাম্বার দিয়ে নির্দিষ্ট আয়াত সার্চ অপশন।
৪। সমগ্র কুরআনে সার্চ (আরবি এবং বাংলা উভয় ভাষায়)
৫। যেকোন সূরা তিলাওয়াত শুনার সুযোগ।
৬। যেকোন সূরা তিলাওয়াত অনুবাদ ও আরবিসহ শুনার সুযোগ।
৭। যেকোন সূরা আরবি অথবা পৃথকভাবে অনুবাদক পছন্দ করে পড়ার সুযোগ । উল্লেখ্য, আরবি পড়ার জন্য পছন্দমতো ফন্ট ও ফন্ট সাইজ সিলেক্ট করে পড়তে পারবেন।
৮। যেকোন সূরা শানে-নুজুল সহ অনুবাদ ।
৯। যেকোন সূরার অনুবাদসহ তাফসির পড়ার সুযোগ ।
১০। যেকোন সূরার আরবি ও অনুবাদ সহ তাফসির পড়ার সুযোগ ।
১১। নির্দিষ্ট সূরায় গমন করে ঐ সূরার মাঝে সার্চ করতে পারবেন।
১২। কোন অনুবাদে টীকা থাকলে তা অনুবাদের সাথে দেখতে পাবেন।
১৩। মোবাইলে দেখলে ভালমতো খেয়াল করুন একটা প্লাস (যোগ) চিহ্ন দেখতে পাবেন সেখান ক্লিক করে বাকি অপশন পাবেন।
১৪। পরবর্তীতে আমা আরও বেশ কিছু অপশন ( যেমনঃ অন্যান্য অুবাদকের অনুবাদ এবং আয়াতের ব্যাখ্যা সংযোজনের চেষ্টা করব ইন-শা-আল্লাহ। এতবড় প্রোজেক্ট খুব অল্প সময়ে করতে গিয়ে কিছু অনিচ্ছাকৃত ভুল থেকে যেতে পারে। আমাদের ভুলগুলো আমাদের ফেসবুক ফ্যান পেজে অথবা মেইলে ([email protected]) মেসেজের জানাবেন প্লিজ। সবশেষে আমরা আপনাদের সকলের কছে দুয়াপ্রার্থী। আমাদের জন্য মহান আল্লাহর দরবার খালেস হৃদয়ে দুয়া করবেন...জাযাকাল্লাহু খইর।