আয়ত নাম্বার | বায়ান ফাউন্ডেশন | মুজিবুর রহমান | তাইসীরুল কুরআন | আরবি |
---|---|---|---|---|
1 | কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির, | শপথ উর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজীর, | শপথ সেই (ঘোড়া) গুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, | وَ الْعٰدِیٰتِ ضَبْحًاۙ﴿١ ﴾ |
2 | অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়, | যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিংগ বিচ্ছুরিত করে। | অতঃপর (নিজের ক্ষুরের) ঘর্ষণে আগুন ছুটায়, | فَالْمُوْرِیٰتِ قَدْحًاۙ﴿٢ ﴾ |
3 | অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়, | যারা অভিযান করে প্রভাতকালে, | অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়, | فَالْمُغِیْرٰتِ صُبْحًاۙ﴿٣ ﴾ |
4 | অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়, | এবং যারা ঐ সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে। | আর সে সময় ধূলি উড়ায়, | فَاَثَرْنَ بِهٖ نَقْعًاۙ﴿٤ ﴾ |
5 | অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে; | অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে। | অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নি‘মাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুলমের কাজে ব্যবহার করে), | فَوَسَطْنَ بِهٖ جَمْعًاۙ﴿٥ ﴾ |
6 | নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। | মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ, | বস্তুতঃ মানুষ তার রব-এর প্রতি বড়ই অকৃতজ্ঞ। | اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌۚ﴿٦ ﴾ |
7 | আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়। | এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ের সাক্ষী। | আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী। | وَ اِنَّهٗ عَلٰی ذٰلِكَ لَشَهِیْدٌۚ﴿٧ ﴾ |
8 | আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল। | এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠিন। | আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত। | وَ اِنَّهٗ لِحُبِّ الْخَیْرِ لَشَدِیْدٌؕ﴿٨ ﴾ |
9 | তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে? | তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যে, কবরে যা আছে তা কখন উত্থিত হবে? | সে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে, | اَفَلَا یَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِی الْقُبُوْرِۙ﴿٩ ﴾ |
10 | আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে। | এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে? | আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে, | وَ حُصِّلَ مَا فِی الصُّدُوْرِۙ﴿١٠ ﴾ |
11 | নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত। | সেদিন তাদের কি ঘটবে, তাদের রাব্ব অবশ্যই তা সবিশেষ অবহিত। | নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন। | اِنَّ رَبَّهُمْ بِهِمْ یَوْمَىِٕذٍ لَّخَبِیْرٌ﴿١١ ﴾ |