আয়ত নাম্বার | বায়ান ফাউন্ডেশন | মুজিবুর রহমান | তাইসীরুল কুরআন | আরবি |
---|---|---|---|---|
1 | সময়ের কসম, | মহাকালের শপথ! | কালের শপথ | وَ الْعَصْرِۙ﴿١ ﴾ |
2 | নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। | মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। | মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (ডুবে) আছে, | اِنَّ الْاِنْسَانَ لَفِیْ خُسْرٍۙ﴿٢ ﴾ |
3 | তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। | কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্ধুদ্ধ করে। | কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। | اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ تَوَاصَوْا بِالْحَقِّ ۙ۬ وَ تَوَاصَوْا بِالصَّبْ۠رِ﴿٣ ﴾ |