আয়ত নাম্বার | বায়ান ফাউন্ডেশন | মুজিবুর রহমান | তাইসীরুল কুরআন | আরবি |
---|---|---|---|---|
1 | দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী। | দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, | দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে, | وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِۙ﴿١ ﴾ |
2 | যে সম্পদ জমা করে এবং বার বার গণনা করে। | যে অর্থ জমায় ও তা গুণে গুণে রাখে। | যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে, | الَّذِیْ جَمَعَ مَالًا وَّ عَدَّدَهٗۙ﴿٢ ﴾ |
3 | সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করবে। | সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে। | সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে, | یَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗۚ﴿٣ ﴾ |
4 | কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা’য়। | কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। | কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে, | كَلَّا لَیُنْۢبَذَنَّ فِی الْحُطَمَةِؗۖ﴿٤ ﴾ |
5 | আর কিসে তোমাকে জানাবে হুতামা কি? | হুতামা কী, তা কি তুমি জান? | তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী? | وَ مَاۤ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُؕ﴿٥ ﴾ |
6 | আল্লাহর প্রজ্জ্বলিত আগুন। | ওটা আল্লাহর প্রজ্জ্বলিত হুতাশন – | তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন, | نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُۙ﴿٦ ﴾ |
7 | যা হৃৎপিন্ড পর্যন্ত পৌঁছে যাবে। | যা হৃদয়কে গ্রাস করবে। | যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। | الَّتِیْ تَطَّلِعُ عَلَی الْاَفْـِٕدَةِؕ﴿٧ ﴾ |
8 | নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে। | নিশ্চয়ই ওটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, | তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে, | اِنَّهَا عَلَیْهِمْ مُّؤْصَدَةٌۙ﴿٨ ﴾ |
9 | প্রলম্বিত স্তম্ভসমূহে। | দীর্ঘায়িত স্তম্ভসমূহে। | (লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে। | فِیْ عَمَدٍ مُّمَدَّدَةٍ۠﴿٩ ﴾ |