আয়ত নাম্বার | বায়ান ফাউন্ডেশন | মুজিবুর রহমান | তাইসীরুল কুরআন | আরবি |
---|---|---|---|---|
1 | তুমি কি দেখনি তোমার রব হাতীওয়ালাদের সাথে কী করেছিলেন? | তুমি কি দেখনি যে, তোমার রাব্ব হস্তি অধিপতিদের কিরূপ (পরিণতি) করেছিলেন? | তুমি কি দেখনি (কা‘বা ঘর ধ্বংসের জন্য আগত) হাতীওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন? | اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِیْلِؕ﴿١ ﴾ |
2 | তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি? | তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? | তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? | اَلَمْ یَجْعَلْ كَیْدَهُمْ فِیْ تَضْلِیْلٍۙ﴿٢ ﴾ |
3 | আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। | তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকূল প্রেরণ করেছিলেন – | তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখী। | وَّ اَرْسَلَ عَلَیْهِمْ طَیْرًا اَبَابِیْلَۙ﴿٣ ﴾ |
4 | তারা তাদের ওপর নিক্ষেপ করে পোড়ামাটির কঙ্কর। | যারা তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করেছিল। | যারা তাদের উপর পাথরের কাঁকর নিক্ষেপ করেছিল। | تَرْمِیْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّیْلٍ۪ۙ﴿٤ ﴾ |
5 | অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্যপাতার ন্যায়। | অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন। | অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত। | فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ﴿٥ ﴾ |