আয়ত নাম্বার | বায়ান ফাউন্ডেশন | মুজিবুর রহমান | তাইসীরুল কুরআন | আরবি |
---|---|---|---|---|
1 | যেহেতু কুরাইশ অভ্যস্ত, | যেহেতু কুরাইশের আসক্তি আছে, | কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, | لِاِیْلٰفِ قُرَیْشٍۙ﴿١ ﴾ |
2 | শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায়। | আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্ম সফরের, | (অর্থাৎ) শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে) | اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَ الصَّیْفِۚ﴿٢ ﴾ |
3 | অতএব তারা যেন এ গৃহের রবের ‘ইবাদাত করে, | অতএব তারা ইবাদাত করুক এই গৃহের রবের, | তাদের কর্তব্য হল এই (কা‘বা) ঘরের রবের ‘ইবাদাত করা, | فَلْیَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَیْتِۙ﴿٣ ﴾ |
4 | যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন। | যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন। | যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন। | الَّذِیْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ۬ وَّ اٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ﴿٤ ﴾ |