আয়ত নাম্বার | বায়ান ফাউন্ডেশন | মুজিবুর রহমান | তাইসীরুল কুরআন | আরবি |
---|---|---|---|---|
1 | বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়। | বলঃ তিনিই আল্লাহ, একক/অদ্বিতীয়। | বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়, | قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌۚ﴿١ ﴾ |
2 | আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। | আল্লাহ কারও মুখাপেক্ষী নন। | আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী, | اَللّٰهُ الصَّمَدُۚ﴿٢ ﴾ |
3 | তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। | তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন, | তিনি কাউকে জন্ম দেন না, আর তাঁকেও জন্ম দেয়া হয়নি। | لَمْ یَلِدْ ۙ۬ وَ لَمْ یُوْلَدْۙ﴿٣ ﴾ |
4 | আর তাঁর কোন সমকক্ষও নেই। | এবং তাঁর সমতুল্য কেহই নেই। | তাঁর সমকক্ষ কেউ নয়। | وَ لَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ﴿٤ ﴾ |