আয়ত নাম্বার | বায়ান ফাউন্ডেশন | মুজিবুর রহমান | তাইসীরুল কুরআন | আরবি |
---|---|---|---|---|
1 | কসম পূর্বাহ্নের, | শপথ পূর্বাহ্নের। | সকালের উজ্জ্বল আলোর শপথ, | وَ الضُّحٰیۙ﴿١ ﴾ |
2 | কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। | শপথ রাতের যখন ওটা সমাচ্ছন্ন করে ফেলে; | রাতের শপথ যখন তা হয় শান্ত-নিঝুম, | وَ الَّیْلِ اِذَا سَجٰیۙ﴿٢ ﴾ |
3 | তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি। | তোমার রাব্ব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি। | তোমার প্রতিপালক তোমাকে কক্ষনো পরিত্যাগ করেননি, আর তিনি অসন্তুষ্টও নন। | مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلٰیؕ﴿٣ ﴾ |
4 | আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। | তোমার জন্য পরবর্তী সময়তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় বা কল্যাণকর। | অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট। | وَ لَلْاٰخِرَةُ خَیْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰیؕ﴿٤ ﴾ |
5 | আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে। | অচিরেই তোমার রাব্ব তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। | শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে (এত নি‘মাত) দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। | وَ لَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰیؕ﴿٥ ﴾ |
6 | তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। | তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দান করেননি? | তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। | اَلَمْ یَجِدْكَ یَتِیْمًا فَاٰوٰی۪﴿٦ ﴾ |
7 | আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন। | তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। | তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ। | وَ وَجَدَكَ ضَآلًّا فَهَدٰی۪﴿٧ ﴾ |
8 | তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন। | তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করলেন। | তিনি তোমাকে পেলেন নিঃস্ব, অতঃপর করলেন অভাবমুক্ত। | وَ وَجَدَكَ عَآىِٕلًا فَاَغْنٰیؕ﴿٨ ﴾ |
9 | সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না। | অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়োনা, | কাজেই তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা করবে না। | فَاَمَّا الْیَتِیْمَ فَلَا تَقْهَرْؕ﴿٩ ﴾ |
10 | আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা। | আর সওয়ালকারীকে ভৎর্সনা করনা। | এবং ভিক্ষুককে ধমক দিবে না। | وَ اَمَّا السَّآىِٕلَ فَلَا تَنْهَرْؕ﴿١٠ ﴾ |
11 | আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর। | তুমি তোমার রবের অনুগ্রহের কথা ব্যক্ত করতে থাকো। | আর তুমি তোমার রব-এর নি‘মাতকে (তোমার কথা, কাজকর্ম ও আচরণের মাধ্যমে) প্রকাশ করতে থাক। | وَ اَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ﴿١١ ﴾ |