আয়ত নাম্বার | বায়ান ফাউন্ডেশন | মুজিবুর রহমান | তাইসীরুল কুরআন | আরবি |
---|---|---|---|---|
1 | আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি? | আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে উন্মুক্ত করে দিইনি? | (হে নবী! ওয়াহীর মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে) আমি কি তোমার বক্ষদেশকে প্রসারিত করে দেইনি? | اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَۙ﴿١ ﴾ |
2 | আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা, | আমি তোমা হতে অপসারণ করেছি তোমার সেই ভার – | আর আমি তোমার হতে সরিয়ে দিয়েছি (সমাজের অনাচার, অশ্লীলতা ও পঙ্কিলতা দেখে তোমার অন্তরে জেগে উঠা দুঃখ, বেদনা, উদ্বেগ ও অস্থিরতার) ভার, | وَ وَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ﴿٢ ﴾ |
3 | যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল। | যা তোমার পৃষ্ঠকে অবনমিত করেছিল; | যা তোমার কোমরকে ভেঙ্গে দিচ্ছিল। | الَّذِیْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ﴿٣ ﴾ |
4 | আর আমি তোমার (মর্যাদার) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি। | এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। | এবং আমি (মু’মিনদের যাবতীয় আবশ্যিক ‘ইবাদাত আযান, ইক্বামাত, নামায, খুৎবাহ ইত্যাদির মাধ্যমে) তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি। | وَ رَفَعْنَا لَكَ ذِكْرَكَؕ﴿٤ ﴾ |
5 | সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ। | কষ্টের সাথেই তো স্বস্তি আছে। | কষ্টের সাথেই স্বস্তি আছে, | فَاِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًاۙ﴿٥ ﴾ |
6 | নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ। | অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। | নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে। | اِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًاؕ﴿٦ ﴾ |
7 | অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও। | অতএব যখনই অবসর পাও সাধনা কর, | কাজেই তুমি যখনই অবসর পাবে, ‘ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাবে, | فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ﴿٧ ﴾ |
8 | আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও। | এবং তোমার রবের প্রতিই মনোনিবেশ কর। | এবং তোমার রব-এর প্রতি গভীরভাবে মনোযোগ দিবে। | وَ اِلٰی رَبِّكَ فَارْغَبْ﴿٨ ﴾ |