আয়ত নাম্বার | বায়ান ফাউন্ডেশন | মুজিবুর রহমান | তাইসীরুল কুরআন | আরবি |
---|---|---|---|---|
1 | কসম ‘তীন ও যায়তূন’ এর। | শপথ ‘তীন’ ও যাইতূন’ এর – | শপথ তীন ও যায়তূন-এর (যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পুণ্যময় নবী ও রসূলের স্মৃতিতে ধন্য)। | وَ التِّیْنِ وَ الزَّیْتُوْنِۙ﴿١ ﴾ |
2 | কসম ‘সিনাই’ পর্বতের, | শপথ ‘সিনাই’ পর্বতের – | শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত), | وَ طُوْرِ سِیْنِیْنَۙ﴿٢ ﴾ |
3 | কসম এই নিরাপদ নগরীর। | এবং শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরীর – | আর (ইবরাহীম ও ইসমাঈল কর্তৃক নির্মিত কা‘বার) এই নিরাপদ নগরীর শপথ, | وَ هٰذَا الْبَلَدِ الْاَمِیْنِۙ﴿٣ ﴾ |
4 | অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। | আমিতো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে, | আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে, (এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবী রসূলগণ)। | لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍؗ﴿٤ ﴾ |
5 | তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে। | অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি – | আবার উল্টোদিকে তাকে করেছি হীনদের হীনমত (যেমন আল্লাহ বিদ্রোহী কাফির, অত্যাচারী রাজা-বাদশা-শাসক, খুনী, পুতুল পূজারী ইত্যাদি)। | ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَۙ﴿٥ ﴾ |
6 | তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। | কিন্তু তাদের নয় যারা মু’মিন ও সৎ কর্মপরায়ণ; তাদের জন্যতো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। | কিন্তু তাদেরকে নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান। | اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍؕ﴿٦ ﴾ |
7 | সুতরাং এরপরও কিসে তোমাকে কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে তোলে? | সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে? | (ভাল কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই ইনসাফপূর্ণ কথা) কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে? | فَمَا یُكَذِّبُكَ بَعْدُ بِالدِّیْنِؕ﴿٧ ﴾ |
8 | আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? | আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন? | আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন? | اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ﴿٨ ﴾ |