এক কল্পনারাজ্যের গল্প

এক কল্পনারাজ্যের গল্প-

সত্যিকারের কাছে আসার গল্প

আবু মুয়াজ আর উম্মে মুয়াজ এক নবদম্পতি!!! এক সপ্তাহ হলো ওদের বিয়ে হয়েছে।

একা একাই ঘরের সব কাজ করতে হয় উম্মে মুয়াজকে,,সকাল ৯টায় বরের অফিস তাই এখন আর ঘুমানো হয় না ফজরের পর!!!

বাবার বাড়িতে আনন্দে শুয়েবসে কাটানোর দিনগুলোর কথা খুব মনে পড়ে উম্মে মুয়াজের।

সকালে রান্না শেষ করে বরের খাবার রেডি করে বরকে ঘুম থেকে জাগালো উম্মে মুয়াজ!!!

আবু মুয়াজ অফিসে চলে যায়,,বাসায় পিচ্চি বউটাকে একা রেখে!!!

একা একা যেন সময়ই কাটে না উম্মে মুয়াজের,,,এরুম সেরুম কাজ করে ঘুরে বেড়ায়!!!

দু রুমের ছোট্ট বাসাটা ভালোই লাগে উম্মে মুয়াজের,,থরে থরে বই সাজানো বড় দুটো বুক শেলফে,,বিয়ের আগেই বউয়ের পছন্দমতো বই কিনে সাজিয়ে রেখেছিলো আবু মুয়াজ।

একে একে সব বইগুলোতে চোখ বুলিয়ে নিলো উম্মে মুয়াজ,,যতোই দেখে ততোই মুগ্ধ হয়,,,এতো ভালো বর পেয়েছে বলে শোকরের কমতি নেই!!!

জোহরের আজান পড়ে গেলো,,,গোসল সেরে সলাতে দাঁড়িয়ে গেল উম্মে মুয়াজ…

সলাত শেষে বরকে ফোন দিয়ে জেনে নিলো সে খেয়েছে কি না??!!!

ফোনের ওপাশ থেকে আবু মুয়াজের ভালোবাসা যেন মুষলধারায়য় ঝরছে!!!

খেয়েদেয়ে ঘুমিয়ে পড়লো উম্মে মুয়াজ,,,আসরের আজানের আগে ঘুম ভাংলো!! অজু সেরে জায়নামাজে দাঁড়িয়ে গেলো,,,রবের সজ্ঞে গোপন সাক্ষাৎ চলছে উম্মে মুয়াজের

নামাজ শেষে বরের জন্য পাস্তা রান্না করতে রান্নাঘরে ঢুকলো, প্রতিদিন ই সে বরের জন্য পাস্তা রান্না করে কারণ আবু মুয়াজের পাস্তা খুব প্রিয় !!!

রান্না শেষে সন্ধ্যার জিকিরগুলো পড়ে নিলো উম্মে মুয়াজ,,

দরজার পাশে অপেক্ষা করছে উম্মে মুয়াজ বরের জন্য,,কখন সে ফিরবে আর ঘুরতে নিয়ে যাবে??!!!

উম্মে মুয়াজ ছোট পিচ্চিদের মতো বরের কাছে ঘুরে বেড়ানোর,,আইসক্রিম খাওয়ার বায়না ধরে রোজ বিকেলে,,বর ও সেটা পূরণ করে খুশি মনে আল্লাহর সন্তুষ্টির জন্যে।

উম্মে মুয়াজ বোরকা হিজাব পড়ে রেডি হয়ে বসে আছে ঘুরতে যাওয়ার জন্য,,,বর ফিরলেই যাবে বলে!!!

কলিংবেল বাজতেই দরজা খুলে সালাম দিয়ে উঠলো উম্মে মুয়াজ!!!!

হাঁসিমুখে উত্তর দিলো আবু মুয়াজ!!!!

টিফিন ক্যারিয়ার টা রেখে বের হলো দুজনে হাত ধরে!!!

কি পবিত্র ভালোবাসা!!!! আল্লাহর রহমত ঝরে পড়ে এদের ওপর!!!

উম্মে মুয়াজ আর আবু মুয়াজের ফিতনাময় দুনিয়ায় এখন আর একা মনে হয় না নিজেদেরপকে ,,,

খুঁজে পেল পবিত্র সংগী….

লিখেছেন : জনৈক বোন

Source

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button