
মিশকাত শরীফ আরবী-বাংলা অনুবাদ [১ম খন্ড]
পবিত্র কুরআনের পর সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম এবং তথ্য ও তত্ত্ব সমৃদ্ধ সম্পদ হচ্ছে ইলমে হাদীস। কারণ এই জ্ঞানের সাহায্যেই আল্লাহর কালামের লক্ষ্য ও তাৎপর্য জানা যায় এবং হুকুম আহকামের উদ্দেশ্য অনুসরণ করা যায়।
শাইখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ সংকলিত মিশকাতুল মাসাবিহু হাদীস শরীফের এমন একটি গ্রন্থ যা প্রসিদ্ধ ছয় গ্রন্থ এবং অন্যান্য নির্ভরযোগ্য হাদীস গ্রন্থের প্রায় সমস্ত বৈশিষ্ট্যেই পরিপূর্ণ। মিশকাত শরীফ বাংলাদেশের কওমী ও আলিয়া মাদ্রাসাগুলোতে এবং বিশ্ববিদ্যালয় সমূহের সংশ্লিষ্ট বিভাগে অপরিহার্য পাঠ্য তালিকাভুক্ত।
এই অমর গ্রন্থটির রয়েছে বিশেষ বৈশিষ্ট্যাবলী যা নিম্নরুপ :
- মিশকাত শরীফ বিষয়ভিত্তিক এক অনবদ্য হাদীস সংকলন।
- একটি বিষয়ে একাধিক হাদীস সংযোজিত হয়েছে।
- প্রসিদ্ধ ছয়টি হাদীসগ্রন্থসহ অন্যান্য হাদীসের বিভিন্ন কিতাব থেকে সংকলক যেভাবে হাদীস সংগ্রহ করেছেন তা অসাধারণ।
- এতে একটি হাদীসেরও পুনরাবৃত্তি ঘটেনি যা এ গ্রন্থটির অনন্য বৈশিষ্ট্য।
- উক্ত গ্রন্থের প্রতিটি হাদীসেই সংকলক বর্ণনাকারী নাম সংযোজন করেছেন।
- দৈনন্দিন জীবনের যেসব আহকাম পালন করতে হয়, সে সম্পর্কে প্রয়োজনীয় হাদীসের সমাহার রয়েছে এ গ্রন্থে।
- মিশকাত শরীফ প্রণেতা কিতাব খানিকে শিক্ষার্থীদের নিকট আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলার নিমিত্তে প্রতিটি অধ্যায় তিনটি ভাগে বিভক্ত করেছেন।
এটির বিভিন্ন প্রকাশনী অনুবাদ করেছেন। তবে বহুদিন পর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই প্রথম তা প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছেন। এটির অনুবাদ করেছেন মুফতী মাওলানা সরওয়ার হোসাইন।
অনুবাদক গ্রন্থটি অনুবাদের ক্ষেত্রে যে নীতিমালা অনুসরণ করেছেন তা হচ্ছেঃ
- সহজ সরল চলতি বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে।
- যাতে অনুবাদ দ্বারা অল্প শিক্ষিত মানুষও উপকৃত হতে পারেন।
- অনুবাদকে অর্থবোধক করার উদ্দেশ্যে অনেক জায়গায় টীকার মাধ্যমে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যাতে সব শ্রেণীর মানুষের বুঝতে সহজ হয়।
- মূল হাদীস ইরাব (হরকত লাগানো) সহ উল্লেখ করা হয়েছে যাতে অধ্যয়নরত হাদীস সমূহ সহজে শিক্ষার্থীগণ বুঝতে সক্ষম হন।
এই খন্ডে যেসব অধ্যায় আলোচিত হয়েছে সেগুলো হলো :
- নিয়তের বর্ণনা
- ঈমান
- কবর আযাব
- ইলম
- পাক-পবিত্রতা
- নামায প্রসঙ্গ
এক নজরে বইটি :
মিশকাত শরীফ আরবী-বাংলা অনুবাদ [১ম খন্ড]
মূল লিখক : শাইখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ
অনুবাদক : মুফতী মাওলানা সরওয়ার হোসাইন।
প্রকাশনী : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
পৃষ্ঠা : ৩৮৪
সাইজ : ২৬ মেগাবাইট
বইটির পিডিএফ ডাউনলোড করতে নিচের যেকোন একটি লিংক এ ক্লিক করুন
Mediafire Google Drive Web Server
বি.দ্র: কিতাবটির হাদীসগুলো তাহক্বীক করা নেই। তাহক্বীকের জন্য আগেই প্রকাশিত হাদীস একাডেমীর মিশকাতগুলো অনুসরণ করার জন্য অনুরোধ করা গেলো।
তাহকীক মিশকাত ১ম খন্ডের ডাউনলোড লিংক
তাহকীক মিশকাত দ্বিতীয় খন্ডের ডাউনলোড লিংক