অন্যের সমালোচনা করার প্রসেস ফ্লো ডায়াগ্রাম

কারো সমালোচনা করার ক্ষেত্রে নিজেকে প্রশ্ন করুন, কেন সমালোচনা করছেন?

– অপমান করার জন্য বা লজ্জা দেয়ার জন্য? এটা শরীয়ত অনুমোদন করে না।
– সংশোধনের জন্য?
— অসম্মানসূচক ভাষায় বলছেন? এটা শরীয়ত অনুমোদন করে না।


— সম্মানের সাথে বলছেন?
— পাবলিক প্লেসে বলছেন? এতে ব্যক্তি রক্ষণাত্মক হয়ে উঠবেন, অপমান বোধ করবেন। বিরত থাকুন।
— একাকী বলছেন?
—- রাগে বা উচ্চস্বরে বলছেন? এতে ব্যক্তি রক্ষণাত্মক হয়ে উঠবেন, অপমান বোধ করবেন। বিরত থাকুন।
—- নরম স্বরে, ভালবাসা নিয়ে বলুন। আল্লাহ তায়ালা ফিরাউনের ব্যাপারে মূসা আ. কে একই নির্দেশ দিয়েছেন। ইনশা’আল্লাহ ব্যক্তি আপনার কথা শুনবেন, সংশোধনের পথে একধাপ সামনে অগ্রসর হবেন।

একটা ডায়াগ্রামে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। জাযাকুমুল্লাহ খাইরান।

রচনায় ; ইউসুফ সুলতান

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button