
আল-আদাবুল মুফরাদ (ইন্টারেকটিভ লিংকসহ)
ইসলামী শরীআতের উত্স হিসেবে আল-কুরআনের পরেই হাদীসের স্থান। আল-হাদীস যেমন একটিদেকে আল-কুরআনের ব্যাখ্যা অন্যদিকে রাসূল (সা)-এর জীবনের বাস্তবচিত্র।
ইমাম বুখারীর সংকলিত সহীহুর বুখারীর পরে যে গ্রন্থটি সবচেয়ে বহুল প্রচলিত তা হলো আল-আদাবুল মুফরাদ । এটি মূলত শিষ্টাচার সংক্রান্ত হাদীসের সংকলন। ইসলামী সমাজে ‘মু’আমিলা’ তথা পারষ্পরিক সম্পর্কের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে ইসলামের প্রথম যুগে ইসলামের ব্যাপক প্রচার ও প্রসারের মূলে মুসলিমদের এই গ্রন্থটিই কার্যকর ভূমিকা পালন করেছেন। আল-কুরআনে ইরশাদ হয়েছে :
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ [٦١:٢] كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ [٦١:٣]
“হে মু’মিনগণ! তোমরা যা কর না তা তোমরা কেন বল ? তোমরা যা কর না তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক”। (সুরা সাফ্ফ : ২-৩)।
ইসলামের দৃষ্টিতে আচার-আচরণ, ব্যবহার, নৈতিকতা ইত্যাদি অত্যধিক গুরুত্বপূর্ণ। দাওয়াতী কাজে সফলতার অনেক অংশ এইগুলোর উপর নির্ভর করে। তাই ইসলামের এ বিষয়ের উপর শিক্ষা অর্জন করার প্রয়োজনীয়তা অনেক। তাছাড়া, মানবসম্প্রদায়কে অন্যান্য প্রাণীজগত থেকে স্বতন্ত্র করার পেছনেও যে কয়টি কারর্যকারণ রয়েছে তার মধ্যে শিষ্টাচার অন্যতম। মানব সভ্যতার বিকাশেও শিষ্টাচারের ভূমিকা অনন্য।
আল-আদাবুল মুফরাদ বা অনন্য শিষ্টাচার গ্রন্থের কিছু বৈশিষ্ট্য:
- এটি ইমাম বুখারীর রচিত গ্রন্থ
- এটিতে শিষ্টাচার বিষয়ক হাদীসগুলি সংকলিত হয়েছে।
- হাদীস উল্লেখের পাশাপাশি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়ার জন্য অনুচ্ছেদ বর্ণিত হয়েছে।
- বইটিতে অগ্রাধিকার ভিত্তিতে হাদীসগুলো সন্বিবেশিত। যেমন মাতাপিতার প্রতি দায়িত্বের হাদীসগুলো সবার আগে এরপর প্রতিবেশী এরপর অন্যান্য।
- এটিতে ৬৪৫টি শিরোনাম রয়েছে যাতে ১৩৩৯টি হাদীস বিদ্যমান
- আদব ও নৈতিকতা সংক্রান্ত হাদীসের এতো বড় সমাহার আর দ্বিতীয়টি নেই।
- অনেক বিষয় পরিষ্কার করার জন্য অনুবাদক কর্তৃক কিছু টীকা সংযোজিত।
- বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে। মূল বইটি স্ক্যান করেছেন ইসলামী বই ওয়ার্ডপ্রেস ডট কম। আল্লাহ তাদের কবুল করুন।
আদাবুল মুফরাদ ডাউনলোড লিংক