
তাইসীরুত তাফসীর
মহান আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম। ইসলামের বিধানকে প্রচার করার জন্য বহু নবী ও রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। শেষ নবী মুহাম্মাদ (সা)-কে আল-কুরআন দিয়ে প্রেরণ করেছেন। তিনি এই গ্রন্থকে বিস্তারিত ব্যাখ্যা বা তাফসীর করেছেন। এরপর ক্রমান্বয়ে তাফসীর হতেই চলেছে। আল-কুরআনকে কেন্দ্র করে বিভিন্ন ভাষায় প্রায় ৩৫০০ তাফসীর রচিত হয়েছে । বাংলা ভাষায় মৌলিক তাফসীরের সংখ্যা খুবই কম। সূরা ভিত্তিক মৌলিক তাফসীর রচনায় এগিয়ে এসেছে বিআইআইটি। এটি রচনা করেছেন ড. মোহাম্মদ বেলাল হোসেন যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন প্রফেসর। এটি মূলত একটি মাত্র সূরার তাফসীর। এটিকে সূরা আল হুজুরাতের তাফসীর বর্ণনা করা হয়েছে।
বইটির উল্লেখযোগ্য অংশগুলো নিম্নরুপ :
- হুজুরাত শব্দের অর্থ ও নামকরণ
- মৌলিক আদব ও শিষ্টাচার
- পূর্ববর্তী সুরার সাথে সম্পর্ক
- সূরার শানে নুযুল
- আল্লাহ ও তার রাসুলের আনুগত্য
- পরিবেশিত সংবাদ যাচাই করা উচিত
- আন্ত:কলহ বিবাদ নিরসন ও বিদ্রোহীর হুকুম
- সাধারণ মানুষের সাথে মু’মিনের আচরণ
- ঈমানের মূলনীতি প্রভৃতি।
সংক্ষেপে বইটি :
তাইসীরুত তাফসীর ( তাফসীর সূরা আল-হুজুরাত)
রচনায়: ড. মোহাম্মদ বেলাল হোসেন
প্রকাশনায়: বাংলাদেশে ইসলামিক ইনস্টিটিউট অব থ্যট
সাইজ : ৬ মেগাবাইট