
বিশ্বনবীর লাশ চুরি ও ইয়াহুদী চক্রান্ত ( ইসলামী বই )
মুসলিমদের বিভ্রান্ত ও বিপথগামী করার চেষ্টায় শয়তানের পরে যারা সবচেয়ে অগ্রগামী তারা হলো ইয়াহুদীরা। এদের থেকে আল্লাহ ও তাঁর রাসূল (সা) বারবার আমাদের সতর্ক করেছেন। বর্তমান সময়েও ইয়াহুদীরা যেমন মুসলিমদের সাথে শত্রুতা ও চক্রান্তে লিপ্ত তেমনি আগেও তারা চক্রান্তে লিপ্ত ছিলো। এদের চক্রান্তের সাথে জড়িত হয়েছে এক শ্রেণীর খ্রিষ্টানরা। তারা মুসলিমদের সাথে শুধু চক্রান্তই করছে না সেই সাথে মুসিলমদেরকে হত্যা করছে। এর বহু উদাহরণ চোখের সামনে বিদ্যমান। অতীতে সালাউদ্দীন আইয়ুবীর সময়েও চক্রান্ত চালিয়েছিল তারা। তাদের এই সব চক্রান্তেরই একটি অংশ হলো বিশ্বনবী (সা)-এর লাশ চুরির চক্রান্ত। এই চক্রান্তের হাত হতে আল্লাহ তাআলা আমাদের হিফাযত করেছেন। এই সুন্দর ও ছোট বইটিতে লেখক জিল্লুর রহমান নদভী সুন্দর ভাবে তুলে ধরেছেন। সেই সাথে অন্যান্য চক্রান্তগুলোও তুলে ধরেছেন লেখক।
বইটি পেলাম না।
এটা ডিলিট করা হয়েছে, এটার তথ্য সঠিক নয়।