
খারেজী আক্বীদা
নাবী (সা) এর ভবিষ্যতবানী অনুযায়ী সর্বপ্রথমে যে ভ্রান্ত আক্বীদার দল ইসলামে উদ্ভব হয়েছিলো সেটি হলো খারেজী সম্প্রদায়। খারেজী সম্প্রদায়ের কর্মকান্ডেই আমরা ইসলামের ইতিহাসে উগ্রতা ও সন্ত্রাসের প্রথম ঘটনা দেখতে পাই।
খারেজী সম্প্রদায় সম্পর্কে আল্লাহর রাসূল (সা) আমাদেরকে সতর্ক করেন।
বর্তমান সময়ে খারেজী নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। ছোট খাট মাসআলার ব্যাপারে বিরোধ হলেও পরস্পরকে খারেজী বলে আখ্যা দেয়া হচ্ছে। এই বিভ্রান্তি দূর করার জন্য ইমাম ইবন কাসীর রচিত ” আল বিদায়াহ ওয়ান নিহায়া” থেকে খারেজী আক্বীদা বিষয়ক লেখাটি সংকলিত করা হয়েছে।
পাশাপাশি আরো বিস্তারিত জানার জন্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত ” ইসলামের নামে জঙ্গিবাদ” নামক বই থেকে খারেজী আক্বীদা সম্পর্কিত অধ্যায়টিও যুক্ত করা হয়েছে।
সেই সাথে পিডিএফটিতে বাতিনী শিয়া সম্প্রদায়ের ভ্রান্ত আক্বীদা সম্পর্কেও লেখা হয়েছে। কারণ আমাদের সমাজে বাতেনী ইলম নিয়ে শিয়াদের সমপর্যায়ের আক্বীদা বিদ্যমান।
এই বই থেকে খারেজীগণের বিভ্রান্তিকর মতবাদের অন্যতম হলো :
- ইসলামের নির্দেশনা বা কুরআন বুঝার ক্ষেত্রে নিজেদের বুঝকেউ চূড়ান্ত বলে গণ্য করা। এক্ষেত্রে সাহাবীগণের মতামতের গুরুত্ব অস্বীকার করা।
- হাদীস মানলেও সুন্নাত বা আলোচ্য ও বিতর্কিত বিষয়ে রাসূলুল্লাহ (সা)-এর প্রায়োগিক কর্ম ও কর্মপদ্ধতির গুরুত্ব অস্বীকার করা।
- পাপের কারণে মুসলিমকে কাফির বলা ।
- কাফির হত্যার ঢালাও বৈধতা দাবী করা।
- রাষ্ট্রীয় আনুগত্যের শরয়ী গুরুত্ব অস্বীকার করা।
- রাস্ট্রপ্রধান ও রাস্ট্রীয় প্রশাসনের পাপের কারণে রাষ্ট্রকে কাফির রাষ্ট্র বলে গণ্য করা।
- এরুপ রাষ্ট্রপ্রধানের আনুগত্যকারী নাগরিকদেরকে কাফির বলা ।
- এরুপ কাফির রাষ্ট্র ও নাগরিকদের বিরুদ্ধে অস্ত্রধারণ বৈধ বলা।
- জিহাদকে ফরয আইন, বড় ফরয ও দ্বীনের রুকন বলে দাবী করা।
- ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধের নামে শাস্তি প্রদান
- তাদের মতের বিরোধী সকল আলিমকে অবজ্ঞা করা। ( ইসলামের নামে জঙ্গিবাদ,২য় সংস্করণ, পৃষ্ঠা ৬৬-৭২। )
আরো বিস্তারিত জানতে এই বই দুইটি ডাউনলোড করে নিন।
খারেজী আক্বীদা ( আল বিদায়াহ ওয়ান নিহায়া থেকে )
খারেজী সম্প্রদায় ( ইসলামের নামে জঙ্গীবাদ বই থেকে )
খারেজী সম্প্রদায় ( মুসলিম দর্শনের ভূমিকা, লেখক : ড.রশীদুল আলম, বিশ্ববিদ্যালয় অনার্সে পাঠ্য হতে )
বিশেষ দ্রষ্টব্য : যদিও সর্বশেষের বইটিতে অনেক ভুল রয়েছে তবুও তথ্যগুলো তুলনা করার জন্য যুক্ত করা হলো ।
ভিডিও :
খারেজী আক্বীদা সম্পর্কিত ভিডিও
অডিও :
আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ আমাদের না জেনে শুনে কিছু মতবিরোধের জন্য অন্যকে খারেজী বলা থেকে রক্ষা করুন।
Dawah or Destruction er bangla onubad ta thik hoini
Please upload other part of tahkik mishkatul Masabih
Islamic foundation er muslim sharif download link dite parben please…