
Vocabulary of the Quran {Bangla}
আল-কুরআন আমাদের জীবনের চলার পথে একমাত্র অনুসরণীয়। কুরআনের বাণী আল্লাহর কালাম। এগুলো বুঝে আয়ত্ত্ব করে তা অনুযায়ী আমল করা আমাদের জন্য বাঞ্জনীয়। আল-কুরআনের অর্থ বুঝতে যে বিষয়টি সবচেয়ে বেশী প্রয়োজন তাহলো এর শব্দগুলোর অর্থ জানা। শব্দ সম্ভার বা ইংরেজীতে Vocabulary হচ্ছে ভাষার প্রাণ। এটা যত বেশী সমৃদ্ধ সেই ভাষা জানা, বুঝা তত বেশী সহজ। যেহেতু কুরআনের ভাষা আরবী। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় আরবী তেমন প্রাধান্য না থাকায়, আমরা কুরআনের অর্থ বুঝা থেকে বঞ্চিত হচ্ছি। কুরআনে ব্যবহৃত শব্দগুলোকে নিয়ে অর্থ সহ বই বাংলাভাষায় খুবই কম। এই বইটিতে সুন্দরভাবে কুরআনের ব্যবহৃত শব্দগুলোর বাংলা ও ইংরেজী অর্থ সহ প্রকাশ করা হয়েছে। বইটি প্রকাশ করেছেন পিস পাবলিকেশন।
বইটির অনন্য বৈশিষ্ট্য:
- বইটিতে আল-কুরআনে ব্যবহৃত প্রায় সকল শব্দ উল্লেখ করা হয়েছে।
- সেই সাথে বাংলা ও ইংরেজী অর্থসহ প্রকাশ করা হয়েছে।
- কোন শব্দের পুনরাবৃত্তি করা হয়নি।
- বিশেষ্য শব্দগুলো অভিধানের পদ্ধতিতে লেখা হয়েছে।
- কুরআন মাজীদের তারতীব (ধারাবাহিক) অনুযায়ী শব্দগুলো সাজানো হয়েছে।
- কতিপয় শব্দের একাধিক অর্থ থাকায় শুধুমাত্র প্রায়োগিক ক্ষেত্রে বেশী কাছাকাছি অর্থটি লেখা হয়েছে।
- অনেক ক্রিয়া শব্দের কালগত অর্থ বাদ দিয়ে শুধু আক্ষরিক শব্দের অথ হিসেবে লেখা হয়েছে।
- বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।
বইটি স্ক্যান করেছে আমার বই. অরগ। আল্লাহ তাদের কবুল করুন।
বইটির ডাউনলোড লিংক
Mediafire Google Drive Copy.com
Thank you so much for posting book brother.May Allah bless thee.
Thank you for the the book brother.May Allah bless thee.