
ইমাম মালিকের (রহ) সংক্ষিপ্ত জীবনী ( ইসলামী বই )
বাংলা ভাষায় চার ইমামের অন্যতম ইমাম মালিকের সংক্ষিপ্ত জীবনী নিয়ে এই ছোট পিডিএফ বই। বইটিতে শুধুমাত্র তাঁর জীবনের চুম্বক অংশ গুলো তুলে ধরা হয়েছে । পরিপূর্ণ জীবনী উল্লেখ করা হয় নি। তবুও আমাদের আগ্রহের পিপাশার মধ্যে এটি একটি পাত্রের পানির কিছু অংশ।