
নারীদের ব্যাপারে চমৎকার কিছু উক্তি
✍ ড. আয়েয আল ক্বারনী
নারী ভালোবাসার মানুষের সামনে যখন নীরবতা অবলম্বন করে, তার কথাগুলো অশ্রু হয়ে প্রকাশ পায়।
নারী প্রথমে তোমার কাছে আসতে ভয় পায়, কিন্তু পরবর্তীতে তুমি দূরে গেলে তোমার অপেক্ষায় অশ্রু ঝরায়।
নারী তোমার নিকট অসম্ভব কিছু আবদার করে না। তার একান্ত কামনা> নিজের কন্যা বা বোনের জন্য যেমন পুরুষ তুমি কামনা কর, তুমি তার জন্য তেমন পুরুষ হও।
নারীর চক্রান্ত যেমন কঠিন, ভালোবাসাও কিন্তু কঠিন। পুরুষকেই ঠিক করতে হবে, সে কোনটি কামনা করে। তার বিরুদ্ধে তুমি চক্রান্ত করলে, সেও তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। তুমি তাকে ভালোবাসলে, সেও থাকবে তোমার জন্য পাগলপারা।
নারী যে বয়সেরই হোক, সে পছন্দ করে তার সাথে শিশু সুলভ আচরণ করা হোক।
নারীর পাগলামী সেই পুরুষই সহ্য করতে পারে, যে তাকে সত্যিকারভাবে ভালোবাসে।
নারী যাকে ভালোবাসে, তার অনুপস্থিতি এক মূহূর্তের জন্যও ভুলতে পারে না।
একজন নারী পিতা না থাকলেও শিশুকে লালন-পালন করতে পারে, কিন্তু মা না থাকলে পিতা শিশুকে লালন-পালন করতে পারে না।
হে পুরুষ!
যখন তোমার মধ্যে রূহ দেয়া হয়েছে, তখন তুমি ছিলে নারীর গর্ভে।
যখন নিরূপায় হয়ে ক্রন্দন করতে, তুমি থাকতে নারীর কোলে।
যখন কেউ তোমাকে ভালোবাসে, তুমি থাকো নারীর হৃদয়ে।