
ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ১২)
হাদীস-১২
শিরোনামঃ কল্যাণকর কাজে ব্যাপৃত থাকা।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم “مِنْ حُسْنِ إسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ”.
حَدِيثٌ حَسَنٌ، رَوَاهُ التِّرْمِذِيُّ [رقم: 2318] ، ابن ماجه [رقم:3976].
অনুবাদ:
আবু হুরাইরা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা:) বলেছেন: অনর্থক/অহেতুক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলামের নিদর্শন।
-হাদীসটি হাসান। তিরমিযী এবং তিনি ছাড়া অন্যরাও এভাবে হাদীসটি বর্ণনা করেছেন।
হাদীসের শিক্ষাঃ
- অনর্থক অপ্রয়োজনীয় কাজে ব্যাপৃত থাকা দুর্বল ঈমানের লক্ষণ।
- অপ্রয়োজনীয় বিষয় হতে বিরত থাকাতেই মুসলিমের সফলতা ও নিরাপত্তা নিহিত।
- কল্যাণকর/মঙ্গলজনক উন্নত কাজে ব্যস্ত থাকা ও অপ্রয়োজনীয় নিষ্ফল হীন কাজ হতে দূরে থাকা, মুসলিমের উত্তম গুণাবলীর নিদর্শন ।