
ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ১৪ )
হাদীস-১৪
শিরোনামঃ মুসলিমের রক্তের বৈধতার সূত্র।
عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم “لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ [ يشهد أن لا إله إلا الله، وأني رسول الله] إلَّا بِإِحْدَى ثَلَاثٍ: الثَّيِّبُ الزَّانِي، وَالنَّفْسُ بِالنَّفْسِ، وَالتَّارِكُ لِدِينِهِ الْمُفَارِقُ لِلْجَمَاعَةِ”.
رَوَاهُ الْبُخَارِيُّ [رقم:6878]، وَمُسْلِمٌ [رقم:1676].
অনুবাদ;
ইবনে মাসউদ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূল (সা:) বলেছেন: কোন মুসলিমের রক্তপাত করা তিনটি কারণ ব্যতীত বৈধ নয়; ১. বিবাহিত ব্যক্তির ব্যভিচার, ২. প্রাণের বদলে প্রাণ, ৩.দ্বীনকে পরিত্যাগ করে মুসলিম জামাআত হতে বিচ্ছিন্ন হওয়া।
-বুখারী ও মুসলিম।
হাদীসের শিক্ষাঃ
- মুসলিমদের সামগ্রিক বিষয় সম্মানের দৃষ্টিতে দেখতে হবে, হাদীসে উল্লেখিত তিনটি কারণ ব্যতীত মুসলিমের রক্তপাত হারাম।
- ব্যভিচার , হত্যা ও কুফর হতে বিরত থাকতে হবে, এগুলি কবীরা গুনাহ। ব্যক্তি ও সমাজের বিপর্যয়ের বিরাট কারণ।
- মুসলমানদের জামা’আতবদ্ধ থাকা আবশ্যক, তা থেকে বিচ্ছিন্ন থাকা নিষিদ্ধ।