
ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ১৮)
হাদীস-১৮
শিরোনামঃ আল্লাহভীতি ও সৎচরিত্র।
আবু যার জুনদুব জুনাদাহ ও আবু আব্দুর রহমান মু’আয বিন জাবাল (রা:) হতে বর্ণিত, তাঁরা বলেন : রাসূল (সা:) বলেছেন: তুমি যেখানে যে অবস্থায় থাক, আল্লাহকে ভয় কর ,এবং প্রত্যেক মন্দ কাজের পর ভাল কাজ কর , যা তাকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভাল আচরণ কর।
এটাকে তিরমিযী বর্ণনা করেছেন ও বলেছেন: হাসান হাদীস। কোন কোন সংকলনে এটাকে সহীহ বলা হয়েছে।
হাদীসের শিক্ষাঃ
- মুক্তির সরল পথ তাকওয়া, তাকওয়ার হাকীকত হচ্ছে- সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করতে হবে, সীমালংঘন করা যাবে না । আল্লাহকে স্মরণ করতে হবে , ভুলে থাকা যাবে না । আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না।
- আল্লাহভীরু মু’মিনদের স্বভাব হলো পাপাচার হতে দ্রুত তাওবা করা ও কল্যাণকর কাজে প্রতিযোগিতা করা।
- পুর্ণ ঈমানের লক্ষণ হচ্ছে সৎ চরিত্র, পারস্পরিক সদাচারন, উত্তম জীবন যাপন।