
ইমাম নববীর ৪০ হাদীস ( হাদীস নং- ২০)
হাদীস-২০
শিরোনামঃ লজ্জার ফজীলত মর্যাদা।
عَنْ ابْنِ مَسْعُودٍ عُقْبَةَ بْنِ عَمْرٍو الْأَنْصَارِيِّ الْبَدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم “إنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى: إذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْت” .
رَوَاهُ الْبُخَارِيُّ [رقم:3483].
আবু মাসউদ উকবা বিন আমের আল আনসারী আল বদরী (রা:) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূল (সা:) বলেছেন: অতীতের/পুর্ববর্তী নবীগনের কাছ থেকে মানুষ একথা অবগত হয়েছে; যে,” যদি তোমার লজ্জা না থাকে, তবে যা ইচ্ছা তাই করতে পার।
-বুখারী।
হাদীসের শিক্ষাঃ
- লজ্জাহীন মানুষের নিকট কল্যাণ থাকে না।
- লজ্জাশীলতা পুরোটাই কল্যানকর, আর তা উত্তম চরিত্রের ভূষন।
লজ্জাহীন মানুষ হালাল-হারাম পার্থক্যে অক্ষম হয়ে পড়ে। তখন সে যা ইচ্ছা তাই করে।