
তাফসীরে মারেফুল কুরআন কেন ভুল তাফসীর (অডিও লেকচার )
তাফসীরে মারেফুল কুরআন হলো বাংলা ভাষায় অত্যন্ত জনপ্রিয় ও প্রচলিত তাফসীর। যেটি অনুবাদ করেছেন মাওলানা মুহিউদ্দিন খান। তাফসীরটি সাউদিআরব হতে ফ্রিতে প্রচার করা হয়েছিলো। পরবর্তীতে এতে ভুল পাওয়া গেলে এটি আর পুনমুর্দ্রিত ও প্রচারিত হয় নি। তবুও এই বইটি পড়ে মানুষ যাতে বিভ্রান্তে না পড়ে এজন্য এই লেকচারটি প্রকাশিত হয়েছে। কারও গীবাত করা উদ্দেশ্যে নয়, বরং সংশোধনই আমাদের উদ্দেশ্য । আল্লাহ আমাদের সঠিক পথ দান করুন।
.
.