
শায়খ নাসিরুদ্দীন আলবানী’র রাসূলুল্লাহ (সা) এর নামায
সলাত ইসলামের দ্বিতীয় খুঁটি । ইসলামে এর গুরুত্ব অপরিসীম। এটি পরিত্যাগ করার বিধান বরই ভয়াবহ । সলাত পরিত্যাগ করলে মুসলিমরা ইসলাম থেকে বেরিয়ে যায়। আমাদের সমাজে অধিকাংশ সলাত আদায় করে না। আর করলেও সলাত আদায় করার সময় সুন্নাহ অনুসরণ করে না। এ ব্যাপারে কুরআন ও হাদীসে কঠোর নির্দেশ দেওয়া সত্বেও আমার উদাসীন। সলাত আদায়ের নিয়মে ভিন্নতা পরিলক্ষিত হওয়া আমরা অনেকেই বিভ্রান্ত হই এবং সঠিক সলাত আদায়ের পদ্ধতি জানতে ইচ্ছুক। তাই আমরা নিয়ে আসলাম শায়খ নাসিরুদ্দীন আলবানীর ‘সিফাতু সালাতিন নাবী” রাসূল (সা)-এর নামায তাকবীর থেকে সালাম পর্যন্ত এমনভাবে যেন আপনি দেখছেন। বইটি অন্য একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিলো আগে। আমরা শুধু তাতে ইন্টারেকটিভ লিংক প্রয়োগ করেছি।
help us by sending to me your update post
May Allah bless you brothers.
Please scan and upload the following book:
চার মাযহাবের ইমামগণের ঐক্যমত অনুসারে রাসুল (সাঃ) এর সালাত
সম্পাদনাঃ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম
আমরা চেষ্টা করবো। যদিও সালাত বিষয়ক বই অনেক তবুও আপনার দেয়া বইটির কথা বিবেচনায় রাখলাম।