
Hatim 4-কুরআন শোনা, পড়া এবং মুখস্থ করার জন্য দারুন এক সফট্ওয়্যার।
Hatim 4-একটি কুরআন শোনা, পড়া এবং মুখস্থ করার জন্য দারুন সফট্ওয়্যার।
আধুনিক এই যুগে কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামীনের এক বিশেষ দান। আর এই দানকে কাজে লাগানো যায় অনেক ধরনের ভালো কাজে। hasenat.net একটি তুরস্কের ওয়েবসাইট। তাদেরকে আল্লাহ কবুল করুন। তাদের পরিশ্রমের প্রতি লক্ষ করলে, কৃতজ্ঞতা স্বীকার না করে পারা যায় না। নবীজি (সাঃ) বলেছেন, যে ব্যক্তি বান্দার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেনা, সে আল্লাহর রাব্বুল আলামীনেরও প্রতি কৃতজ্ঞ হতে পারে না।
আপনার কম্পিউটারে যদি Zekr, Ayat ইনস্টল করা থাকে, তাহলে এগুলো পাশাপাশি Hatim 4 সফট্ওয়্যারটি ইনস্টল করে রাখুন।
Hatim 4 এর বৈশিষ্ট্য সমূহঃ
এর অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরা হল।
১. ১০০% পেজভিউতে আরবী অক্ষরগুলো বুঝতে এবং পড়তে সমস্যা হয় না।
২. স্বয়ংক্রিয় Tracking Cursor এর একটি উল্লেখযোগ্য ফিচার। যার দ্বারা যেই অক্ষরটি উচ্চারিত হচ্ছে ঠিক তার নিচে Tracking Cursor টি চলতে থাকে। আপনি মেনুয়ালি মাউস দিয়ে যে কোন আয়াতের অক্ষরগুলোর উপর ক্লিক করলেই Tracking Cursor টি তার নিচে চলে যাবে।
৩. দ্রুত সূরাটির যে কোন অংশে যাওয়ার জন্য রয়েছে Scrolling এর সুবিধা।
৪. পেজ ভিউতে ১৬০% পর্যন্ত ভিউ করা যায়। এতে করে বড় Screenএ দেখতে কোন সমস্যা হয় না।
৫. তেলওয়াত শোনার সময় এর নিজস্ব Volume রয়েছে। যার দ্বারা শব্দ বাড়াতে-কমাতে কোন সমস্যা হয় না।
৬. Playing/Recording Panel-এর দ্বারা খুব সহজেই তেলওয়াত স্টপ/প্লে করা সহ রয়েছে ভয়েস রেকর্ডিং এর সুবিধা।
৭. যেকোনো সূরা এবং এর আয়াতে যাওয়ার খুবই সহজ পদ্ধতি এতে যুক্ত আছে।
৮. Translation এর ক্ষেত্রে Zekr এবং Ayat সফট্ওয়্যারটি দু’টি যেমন ইউনিক, Hatim 4 ঠিক তেমনটি নয়। এর মাঝে শুধু ইংরেজী এবং তুর্কী ভাষার অনুবাদ রয়েছে।
Hatim 4 – এর একটি ভিডিও টিউটোরিয়ালঃ
[vimeo 66525713 w=500 h=513]
Hatim4 Review Created by Camtasia Studio 7-a from Mohammad Zia on Vimeo.
Hatim 4 ডাউনলোড করার কিছু নিয়মাবলিঃ
Hatim 4 সফট্ওয়্যারটি ১.২৫জিবি বা ১৩০০এমবি। সফটওয়্যারটির সাইজ এতো বড় হওয়ার কারনে, সফট্ওয়্যার ডেভেলাপররা এই সফট্ওয়্যারটি সহজে ডাউনলোড করার জন্য একে সাত ভাগে ভাগ করেছেন(এটা ভাববেন না যে এতো বড় হলো কেন, কারন ৩০পারা কুরআনের তেলওয়াত রয়েছে)। প্রথম ছয়টি রার ফাইল ২০০এমবি এবং শেষেরটি ৮০.১এমবি। চলুন সফট্ওয়্যারটি ডাউনলোড করি
Part1 থেকে Part7 সম্পূর্ন ডাউনলোড সম্পন্ন হলে Hatim4Setup-Part1 রার ফাইলটি Extract করুন, শুধুমাত্র একটি Setup ফাইল দেখাবে…………………ইনস্টল করুন এবং উপভোগ করুন। আল্লাহ আমাদের চেষ্টা কবুল করুন।(আমীন)
নিচের ছবিতে দেখুন………………
বিঃদ্রঃ এতো বড় ফাইল ডাউনলোড করার সামর্থ্য হয়তো অনেকেরেই হবে না। তাই আপনি আমার সাথে যোগাযোগ করুন। শুধুমাত্র একটি Blank DVD নিয়ে আসলেই হবে।
Address: Computer Valley Ltd, Ground Floor, Shop 3,4, BCS Computer City, IDB Bhaban, Agargoan, Dhaka-1207.
You can wirte on us in bengali language. Please send mail to this mail id: [email protected]
Before writing please read our condition:
http://waytojannah.com/?page_id=35
Jazakallahu khairan for this great post.I hope the software must help us to learn the holy Quran
আসসালামু আলাইকুম,
সম্মানীয় ভাই, আমি এই সফটওয়ারটি ডাউনলোড করতে পারছিনা। দয়া করে পরামর্শ দেবেন।
ওয়ালাইকুমুস সালাম। আপনি আবার চেষ্টা করুন। লিংকে কোন সমস্যা নেই।
Good softwer
dhonnobad. Apner porishrom sharthok hok……Amin
খুব ভালো ।আমি আপনাদের সাথে join হতে চাই।
খুব ভালো ।আমি আপনাদের সাথে join হতে চাই।