
য’ইফ ও জাল হাদীস সিরিজ ( ৩য় খন্ড )
উম্মাতের মাঝে জাল ও যইফ হাদীস এর কুপ্রভাব দূর করতে মুহাদ্দিসগণের প্ররিশ্রমের অন্ত নেই। আল্লাহর এই ওয়াহী সংরক্ষণ করতে তাঁরা পরিশ্রম করেছেন। তারা সহীহ ও যইফ হাদীসগুলোকে আলাদা করে আমাদের মাঝে তুলে ধরেছেন যাতে আমরা যইফ হাদীসে উপর আমল করে বিভ্রান্ত না হই। এছাড়া যেন আমরা সহীহ হাদীসের উপর আমল করতে পারি। এরকমই একজন গত শতাব্দীর অন্যতম সেরা মুহাদ্দিস শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)। তিনি যইফ ও জাল হাদীস সিরিজ নিয়ে “সিলসিলাতুল যইফাহ ওয়াল মাউযুআহ’ নামে হাদীস সিরিজ লিখেছেন। এই বইটিরই তৃতীয় খন্ড প্রকাশ বাংলায় প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটির প্রথম ও দ্বিতীয় খন্ড ইন্টারনেটে পাওয়া যায় আমরা এই সিরিজটির তৃতীয় খন্ড নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ।
বইটির প্রথম অংশে অনুবাদক আবূ শিফা আকমাল হুসাইন বিন বাদীউযযামান সুন্দর ভূমিকা লিখেছেন। সেই সাথে হাদীসের পরিভাষা বিষয়ে লেখাও সংযুক্ত হয়েছে। বইটির স্ক্যান কোয়ালিটি বেশী ভালো না হওয়া আমরা দু:খিত। বইটির বিষয়ভিত্তিক হাদীসগুলো এলোমেলো থাকায় শুধুমাত্র একবার ইন্টারেকটিভ লিংক ব্যবহার করা হয়েছে। উভয় ক্ষেত্রে নয়।
বইটি পছন্দ হলে বইটি বাজার থেকে কিনুন। পেতে সমস্যা হলে আমাদের জানান।
বইটির প্রাপ্তিস্থান:
- তাওহীদ পাবলিকেশন্স ফোন: ০১১৯০৩৬৮২৭২, ০১৭১১৬৪৬২৯৬
- প্রিন্স মেডিকেল স্টোর, চাড়ারগোপ, কালির বাজার, নারায়ণগঞ্জ ফোন: ৭৬১৩৩৮৩।
- ওয়াহিদীয়া ইসলামীয়া লাইব্রেরী, রাণীবাজার, মাদরাসা মার্কেটের সামনে, রাজশাহী । মোবাইল: ০১৯২২৫৮৯৬৪৫, ০১৭৩০৯৩৪৩২৫
- দিনাজপুরে : পৃথিবী বুক স্টল, রেলস্টেশনের সামনে।
বিশেষ দ্রষ্টব্য : বইটি যে কেউ আপনাদের সাইটে শেয়ার করতে পারেন। শুধু অনুরোধ সরাসরি মিডিয়াফায়ার লিংক শেয়ার না করে আমাদের সাইটটির অরিজিনাল লিংক শেয়ার করুন। তাহলে আমাদের এই নতুন সাইটটির প্রচার ও প্রসার হয়। আপনাদের সহযোগীতা আমাদের কাজে উত্সাহ দিবে।
আগের দুই খন্ড পাবেন এখানে