
নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন
সাহাবাদের জীবন আমাদের জন্য আদর্শ । নবী (সা)-এর পর তাদের জীবন থেকেই আমরা সবচেয়ে অনুপ্রাণিত ও শিক্ষা পাই। মহিলা সাহাবীদের জীবনও পুরুষ সাহাবীদের জীবন থেকে কম উজ্জ্বল নয়। তাঁদের আত্মত্যাগ অনেক পুরুষ সাহাবীদের হার মানায় । তাঁদের জীবনের উজ্জ্বল দিক নিয়েই এই বই। বইটি লিখেছেন ড. আবদুর রহমান রাফাত পাশা। বইটি’র আরবী নাম “সুওয়ারুম মিন হায়াতিত্তাবিঈন”। বইটি অনুবাদ করেছেন মাওলানা মাসউদুর রহমান। বইটি রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে।
বইটিতে যেসব মহিলা সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী প্রকাশ করা হয়েছে তাঁরা হলেন :
প্রিয় নবী (সা)-এর দুধমা হালীমা সা’দিয়া (রা)
সুফিয়াহ বিনতে আব্দুল মুত্তালিব (রা)
ফাতিমাতুয যাহরা বিনতে মুহাম্মাদ (রা)
আসমা বিনতে আবু বকর (রা)
নাসীবাহ আল মাযেনিয়্যা (রা)
রমলা বিনতে আবু সুফিয়ান (রা)
গুমাইছা বিনতে মিলহান ( উম্মে সুলাইম ) (রা)
আরবের বিধবা উম্মে সালামা (রা)
বইটি যিনি আমাদের স্ক্যান করতে দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তাকে হিদায়াত দিন। আল্লাহ তাঁকে যেন সূফিবাদের পথ থেকে বেরিয়ে আসার তাওফিক দিন। আপনারা তাঁর জন্য দুআ করবেন। বইটির স্ক্যান কোয়ালিটি খারাপের জন্য দু:খিত।
অন্যান্য সাহাবীদের জীবনী সম্পর্কে জানতে চাইলে
সুমাইয়া বিনতে খুববাত ( ইসলামের প্রথম শহীদ )
নবী (সা)-এর প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ
প্রিয় নবী (সা)-এর কন্যাগণ সম্পর্কে বিস্তারিত জানতে
এছাড়াও চার ইমামের জীবনী সম্পর্কে জানতে এই পোস্ট দেখুন ।
Liked your web site