মিশকাত শরীফ বাংলা ৬ষ্ঠ খন্ড

মিশকাতুল মাসাবীহ হাদীস সংকলন গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। আমাদের উপমহাদেশে এটা বেশ জনপ্রিয় এবং মাদ্রাসাগুলোতে পড়ানো হয়।  বিশিষ্ট হাদীস গ্রন্থকার শাইখ ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ওরফে খতীব তাবরেযীর ‘মিশকাতুল মাসাবীহ” আসলে মুহাদ্দিস মুহীউস সুন্নাহ বাগাভী (রহ)-এর ‘মাসাবীহুস সুন্নাহ’ গ্রন্থের বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ।

এতে সহীহুল বুখারী ও মুসলিম ছাড়াও অন্যান্য প্রায় সকল হাদীস গ্রন্থ থেকে হাদীস বিষয় ভিত্তিক এনে সংকলিত করা হয়েছে। মিশকাত শরীফে কোন অধ্যায়ে সাধারণত তিনটি পরিচ্ছেদ থাকে।

প্রথম পরিচ্ছেদে এ শুধুমাত্র বুখারী ও মুসলিমের হাদীস উল্লেখিত থাকে।

দ্বিতীয় পরিচ্ছেদে থাকে অন্যান্য বিখ্যাত হাদীস গ্রন্থ যেমন তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুসনাদ আহমাদ প্রভৃতি গ্রন্থ থেকে উল্লেখিত হাদীস। তবে এগুলোর সনদের দিক থেকে শক্ত হাদীসগুলো এই পরিচ্ছেদে প্রাধান্য পায়।

তৃতীয় পরিচ্ছেদে তুলনামূলক দুর্বল সনদের হাদীসের প্রাধান্য বেশী। এ পরিচ্ছেদে দারে কুতনী, বায়হাকী, রাযীন, শারহুস সুন্নাহ, দারেমী প্রভৃতি হাদীস গ্রন্থের হাদীসের প্রাধান্য বেশী।

আমরা মিশকাতের এই অনুবাদটি সংগ্রহ করেছি সোলেমানীয়া প্রকাশনী থেকে। যেটাতে শুধুমাত্র বাংলা অনুবাদ রয়েছে।

এটি পূর্ণাঙ্গ ১১টি খন্ডে সমাপ্ত। সাইজের কথা চিন্তা করে ধারাবাহিকভাবে খন্ডগুলো প্রকাশ করা হচ্ছে।

বইটি সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য:

  1. পুরো বইটির অনুবাদ নেয়া হয়েছে সোলেমানীয় প্রকাশনীর অনুবাদ থেকে।
  2. আরবী ইবারত নেই শুধুমাত্র বাংলা অনুবাদ।
  3. হাদীসের টীকা অনুবাদক কর্তৃক সংযোজিত।
  4. হাদীসগুলোর তাহক্বীক আমরা কলম দিয়ে লিখে স্ক্যান করেছি।
  5. হাদীসের তাহক্বীক গুলো নেয়া হয়েছে শাইখ নাসিরুদ্দীন আলবানী রচিত তাহক্বীক মিশকাত থেকে।
  6. তাহক্কীক হাদীস গুলোর নম্বর নেয়া হয়েছে মুযাফফর বিন মুহসিন রচিত “মিশকাতে বর্ণিত জাল ও যইফ হাদীস ১ম ও ২য় খন্ড” থেকে নেয়া হয়েছে।
  7. হাদীসের পরিচ্ছেদগুলোর শিরোনাম অনুবাদক কর্তৃক সংযোজিত।
  8. কিছু কিছু হাদীস এই অনুবাদটিতে মিসিং রয়েছে সেগুলো পরবর্তীতে সাজিয়ে নেয়া হবে ইনশাআল্লাহ।
  9. তাহক্বীকে শুধুমাত্র তাহক্বীকের মন্তব্যটি লিখা হয়েছে। বিস্তারিত তাহক্বীক পড়ার জন্য শায়খ আলবানী রচিত ” তাহক্বীক মিশকাত” পড়ার অনুরোধ রইলো।
  10. বইটি পছন্দ হলে নিকটস্থ লাইব্রেরী থেকে কেনার অনুরোধ রইলো প্রকাশক বা লাইব্রেরীর ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়।

Mishkat Sharif Bangla 6th Part

এক নজরে ষষ্ঠ খন্ড :

  1. ব্যবসা-বাণিজ্যে হারাম-হালাল
  2. ক্রয় বিক্রয়ের ব্যাপারে সহনশীলতা
  3. ক্রয়-বিক্রয়ে স্বাধীনতা
  4. সূদ সম্পর্কিত বর্ণনা
  5. নিষিদ্ধ ক্রয়-বিক্রয়
  6. ক্রয়-বিক্রয়ের বিবিধ মাসআলা
  7. অগ্রিম বিক্রয় এবং বন্ধক রাখা
  8. খাদ্য-দ্রব্য মজুদ
  9. দেউলিয়া হওয়া ও ঋণীকে অবকাশ দান
  10. অংশীদারিত্ব ও ওকালত
  11. কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ধার ও ক্ষতিপূরণ
  12. শোফার গুরুত্ব
  13. বাগান ও ভূমি বর্গা
  14. ভাড়া ও শ্রম বিক্রয়
  15. সেচের মাধ্যমে চাষাবাদ
  16. ওয়াকফ বিষয়ক বর্ণনা
  17. দান, হেবা ও উপহার সম্পর্কিত আলোচনা
  18. হারানো বস্তু প্রাপ্তির বর্ণনা
  19. বন্টন সম্পর্কিত বয়ান
  20. অসিয়ত
  21. বিয়ে ও তালাক সম্পর্কিত বিষয়াবলা
  22. পাত্র-পাত্রী দেখা ও পর্দার গুরুত্ব
  23. বিবাহে ওলী ও কনের অনুমতি
  24. বিবাহের ঘোষণা, খুতবা ও শর্ত
  25. যাদের সাথে বিবাহ হারাম
  26. মিল বা আযল সম্পর্কে বর্ণনা
  27. দাসত্ব থেকে মুক্তি
  28. বিবাহে মোহরানার গুরুত্ব
  29. বিবাহের ওলীমা
  30. স্ত্রীরেদ মধ্যে সমতা রক্ষা করা
  31. স্বামী-স্ত্রীর অধিকার সম্পর্কে হাদীস
  32. খোলা  ও তালাক
  33. তিন তালাক, ইলা ও  যেহার
  34. যেহারের কাফফারায় গোলাম-বাঁদীর মুমিন হওয়া
  35. লেআন ও  যেনার অপবাদ
  36. ইদ্দদ ও শোক পালন
  37. ইস্তেবরা
  38. স্ত্রী ও সন্তানের খোরপোষ এবং দাস-দাসীর অধিকার সম্পর্কীয় বর্ণনা
  39. ছোটদের বালেগ হওয়া ও ছোটকালে তাদের লালন-পালন

বিশেষ দ্রষ্টব্য: সোলেমানীয়া প্রকাশনীর গ্রন্থের এই খন্ডে শেষে অনেকগুলো অধ্যায় ও হাদীস মিসিং ছিলো সেগুলো অন্য প্রকাশনী থেকে যুক্ত করা হয়েছে এবং তাহক্বীকও উল্লেখ করা হয়েছে।

  মিশকাত ষষ্ঠ খন্ড ডাউনলোড

pdf_download_button1

আগের খন্ডের ডাউনলোড লিংক

মিশকাত প্রথম খন্ড

মিশকাত দ্বিতীয় খন্ড

মিশকাত তৃতীয় খন্ড

মিশকাত চতুর্থ খন্ড

মিশকাত পঞ্চম খন্ড

এটির তাহক্বীকগুলো হাতে লিখেছেন আমাদের এক ভাই । তাঁর ভুল হতেও পারে তবুও মিলিয়ে নিবেন। কোনটি ভুল হলে তত্ক্ষণাত জানাবেন। আমরা সংশোধন করে নিবো ইনশাআল্লাহ। নতুবা ভুল গুলো থাকলে অন্যরাও বিভ্রান্ত হবে ।

আমরা যে দুইটি গ্রন্থ থেকে তাহক্বীকগুলো নিয়েছি তা হলো:

১. মিশকাতে বর্ণিত যইফ ও জাল হাদীস সমূহ ১

২. মিশকাতে বর্ণিত যইফ ও জাল হাদীস সমূহ ২

যে কোন প্রকার পরামর্শ ও মন্তব্যের জন্য আমাদের ফেসবুক পেজে যোগ দিন।

অথবা আমাদের মেইল করুন এই ঠিকানায়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button