দুর্নীতির পরিণাম ভয়াবহ

আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে চরম পর্যায়ের দুর্নীতি। আমাদের দেশ কয়েকবার এতে শীর্ষস্থান দখল করেছে। দুর্নীতির এই করাল গ্রাসের অন্যতম কারণ আমাদের মাঝে ইসলামের শিক্ষা অনুপস্থিত ও তাকওয়ার (আল্লাহভীতি) অভাব। সমাজ থেকে দুর্নীতির এই ভয়াল থাবা দূর করতে জুমার নামাযে নসীহত বেশ কাজে আসতে পারে। মাসজিদের ইমামদের খুতবার জন্য প্রণীত এই ছোট বইখানা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন। বইটি রচনা করেছেন ড. আব্দুল্লাহ আল মারুফ। আমাদের দেশের প্রায় ৩ লক্ষ্য মাসজিদের ইমামগণ কুরআন ও হাদীসের বেশ কিছু প্রাসঙ্গিক মূল্যবান উদ্ধৃতি এই বইটিতে পাবেন এবং এটি দুর্নীতি দমনে আলেমদের ভূমিকা রাখার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হতে পারে। আশা করি দেশের সম্মানিত আলেম ও ইমামগণ এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের বক্তব্য ও খুতবায় এই প্রসঙ্গটি এনে দুর্নীতি প্রতিরোধ ও উচ্ছেদের এই প্রয়াসে মূল্যবাদ ভূমিাকা রাখবেন।   আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন।

corruption in bangladesh

ডাউনলোড

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button