
আল কুরআনুল হাকীম: সরল অর্থানুবাদ
আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন আমাদেরকে শিক্ষা দান করার জন্য। এই কুরআনকে বুঝে তা অনুযায়ী জীবনে চলার জন্য। কুরআনকে অনুসরণ করে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনে সফলতা লাভের জন্য। যেমন আল-কুরআনে আল্লাহ তাআলা বলেছেন :
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
‘অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্যে ক্বুরানকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার?’
কুরআনকে সহজ ভাবে বুঝতে পাঠকের মাতৃভাষায় অনুবাদে বুঝা অনেক সহজ। বাংলা ভাষায় অনেক অনুবাদ বিদ্যমান রয়েছে। এটিও একটি অনুবাদ। যেটতে সহজ সরল ভাষায় অনুবাদ করা হয়েছে। সেই সাথে সহীহ আক্বীদা অনুযায়ী কুরআনে বর্ণিত আসমা উস সিফাতের অনুবাদ অবিকৃত রাখা হয়েছে। অনুবাদটি সংগ্রহ করা হয়েছে ফেসবুক থেকে। আল্লাহ তাদের কবুল করুন।
কিতাবটির অনন্য বৈশিষ্ট্য:
- কুরআনের এই অনুবাদটি সহজ সরল ভাষায় চলিত ভাষায় লিখিত।
- বর্তমান সংস্করণটিতে শুধু বাংলা অনুবাদ রয়েছে, পরবর্তিতে ইনশা-আল্লাহ আরবী সহ অনুবাদ টি প্রকাশিত হবে
- সহীহ আক্বীদা ও মানহাজ অনুসরণ করে অনুবাদ টি করা হয়েছে। বিশেষ করে আল্লাহর সিফাত সম্পর্কিত আয়াতগুলোর অর্থ অবিকৃত রাখা হয়েছে।
- সুরাহ’র নাম, আরবী পরিভাষা গুলি যথা সম্ভব আরবী উচ্চারণ অনুযায়ী করা হয়েছে
প্রাপ্তিস্থানঃ
আরকাম (রদি আল্লাহু তা‘আলা আনহু) লাইব্রেরী
৮৯, ৬/এ, ম্যাগনোলিয়া ভিলা, সেনপাড়া পর্বতা
মিরপুর-১০, ঢাকা-১২১৬।
মোবাইল নম্বরঃ ০১৭৮২৫১০৫৬০
ডাউনলোড লিংক:
Mediafire Google Drive Copy.com
পরিশেষে অনুবাদকদের প্রতি অনুরোধ, কুরআনের অনুবাদটিকে পূর্ণাঙ্গ আরবী-বাংলা সহ প্রচার করতে যাতে পাঠকদের বুঝতে ও পড়তে সুবিধা হয়। এছাড়াও আমরা এই অনুবাদটিকে আামাদের কুরাআনের ডাটাবেজে যুক্ত করতে আগ্রহী। কর্তৃপক্ষের প্রতি আহবান আমাদেরকে ওয়ার্ড ফাইল (word file) দিয়ে সাহায্য করতে। যাতে পাঠকরা আরো একটি সঠিক অনুবাদ পেতে পারে। ইতিমধ্যে আমরা দুটি অনুবাদ আপলোড করেছি (ড.মুজিবুর রহমান ও বায়ান ফাউন্ডেশন)। আরেকটির কাজ চলছে (তাইসীরুল কুরআন)। আল্লাহ আমাদের কবুল করুন।
দয়া করে সদ্য প্রকাশিত ড: মুহা: আসাদুল্লাহ আল গালিবের নবীদের কাহিনী ৩ খন্ড “”””””সীরাতুর রসূল “”””” স্ক্যান করে আপলোড করুন
আল্লাহ তৌফিক দিন আমীন