
ড. বিলাল ফিলিপস লেকচার সমগ্র-১
ড. বিলাল ফিলিপস এর জন্ম ওয়েস্ট ইন্ডিজ এর জ্যামাইকায় ।
বড় হন কানাডায় ও সেখানে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৭৯ সালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ইসলামী মূলনীতি অনুষদ থেকে ব্যাচেলর ডিগ্রি এবং ১৯৮৫ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে ওয়েলস বিশ্ববিদ্যালয়-এর ইসলামী শিক্ষা বিভাগ থেকে ইসলামী ধর্মতত্ত্বর ওপর ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন।
১৯৯৪ইং সাল থেকে সংযু্ক্ত আরব আমিরাতের দুবাইতে ‘ইসলামী তথ্য কেন্দ্র দুবাই (IICD)’ প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। বর্তমানে যা ‘ডিসকভার ইসলাম’ নামে পরিচিত। এছাড়া তিনি শারজাহ-এর দারুল ফাতাহ ইসলামিক প্রেস বৈদেশিক সাহিত্য বিভাগ প্রতিষ্ঠা করেন। ড. বিলালই সর্বপ্রথম ইন্টারনেট -এ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। যাকে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি বলা হয়।
তার রচনাগুলোর কিয়দংশ নিয়ে বাংলায় লেকচার সমগ্র প্রকাশ করেছে পিস পাবলিকেশন-ঢাকা। এই বইটিতে তাঁর ৫টি বই সংযুক্ত হয়েছে।
বইগুলো হলো :
- জনতার উদ্দেশ্যে বক্তৃতা
- সৃষ্টির উদ্দেশ্য
- ইসলামের সর্বোত্তম
- তাওহীদের মূল সূত্রাবলী
- স্বপ্নের ব্যাখ্যা
ড. বিলাল ফিলিপস এর কুরআন ও হাদীসের সংগ্রহ মানব জীবনের পরতে পরতে জীবন সংগ্রামে পাথেয় হিসেবে কাজ করবে এতে কোন সন্দেহ নেই।
এক নজরে বইটি :
ড. বেলাল ফিলিপস লেকচার সমগ্র
সংকলন: মো: রফিকুল ইসলাম
প্রকাশনায়: পিস পাবলিকেশন-ঢাকা
পৃষ্ঠা: ৪৭৮
সাইজ: ১১ মেগাবাইট
বইটির ডাউনলোড লিংক
Mediafire Google Drive Copy.com
বইটি পছন্দ হলে বাজার থেকে ক্রয় করুন। কোন প্রকাশকের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। বইটির বহুল প্রচারই আমাদের কাম্য।
১৯৭২ সালে ড. বিলাল ফিলিপ্স ইসলাম গ্রহণ করেন, শিরোনামে লিখেছেন জন্মগ্রহন করেন।