
জামাআতে সালাতের মধ্যে আমরা কখন সালাম ফিরাবো (তাসলীম করবো)?
জামাআতে সালাতের মধ্যে আমরা কখন সালাম ফিরাবো (তাসলীম করবো)?
আমাদের মধ্যে অনেকেই ইমামের সাথে সাথে সালাম ফিরান, অর্থাৎ ইমাম যখন ডান দিকে সালাম ফিরান তখন তার সাথে অনেকেই ডান দিকে সালাম ফিরান। কিন্তু এটি উচিত নয়, এটি মাকরুহ।
ইমাম নববী তার আল-মাজমু (৩/৪৬৪) তে বলেছেনঃ আল-বাঘায়ী বলেনঃ “এটি মুস্তাহাব যে যতক্ষন না ইমাম তার দু’দিকে সালাম ফিরানো শেষ করছেন ততক্ষন মুকতাদী সালাম ফিরানো শুরু করবেন না। আল-বুয়াইতির মতে এটিই ইমাম শাফিয়ীর মত, যেভাবে আল-বাঘায়ী উল্লেখ করেছেন। তিনি বলেনঃ ইমামের পিছনে যদি কেউ সালাত আদায় করেন, ইমাম যখন তার সালাম ফিরানো শেষ করবেন তখন সে(মুকতাদী) তার ডান দিকে সালাম ফিরাবে পরে বাম দিকে”।
শাইখ মুহাম্মাদ ইবন সালীহ আল-উসাইমীন বলেছেনঃ “উলামাগন বলেছেন ইমামের সাথে সালাম ফিরানো মাকরুহ। কিন্তু কেউ যদি ইমামের ১ম (ডান দিকে) সালাম ফিরানোর পর সে ১ম (ডান দিকে) সালাম ফিরায় এবং ইমামের ২য় (বাম দিকে) সালাম ফিরানোর পর সে ২য় (বাম দিকে) সালাম ফিরায় তাহলে দোষ নেই কিন্তু ইমাম উভয় দিকে (ডানে ও বামে) সালাম ফিরানোর পর (মুক্তাদীর) সালাম ফিরানো শুরু করা উত্তম” [আল-শারহ আল-মুমতী ৪/২৬৭]
আল্লাহ সর্বাধিক ভালো জানেন।
অনুবাদ ও সংকলন: মাঈনুদ্দীন আহমাদ