
কুরআনের আয়াত দ্বারা মুনাজাত ও ১০০টি দুআ
কুরআনের আয়াত দ্বারা মুনাজাত ও একশত দোআ
আল-কুরআন ও সুন্নাহতে অসংখ্য দুআ বিদ্যমান। দুআ অর্থ আল্লাহর কাছে কিছু চাওয়া।এই চাওয়ার ভাষায় যদি কুরআন ও সুন্নাহ থেকে নেওয়া হয় তবে তা তাৎপর্যপূর্ণ। কুরআনের অনেক অনেক আয়াত রয়েছে যা দুআ সম্পর্কিত। এসব দুআর অধিকাংশই নবী রাসূলগণের দুআ। এসব দুআ পড়ে আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি জানাতে পারি। আমাদের চাওয়া, আকাঙ্ক্ষা, প্রার্থনা, অভিযোগ, অনুযোগ প্রভৃতি চাইতে পারি। নবী রাসূলদের এই দুআ প্রার্থনা করে আমরা তাদের অনুসরণীয় পথ পেতে পারি। এসব দুআর কিছু অংশ মাওলানা মো: আবু তাহের বর্ধমানী (রহ) এই কিতাবে সংকলন করেছেন। সেই সাথে সুন্নাহ হতেও ১০০টি দুআ সংগ্রহ করেছেন।
বইটিতে আরবী দুআর পাশাপাশি উচ্চারণ ও অর্থ দেয়া রয়েছে। পাঠকদের প্রতি অনুরোধ সরাসরি আরবী থেকে উচ্চারণ পড়তে কারণ, বাংলা উচ্চারণ অনেকাংশে এর প্রকৃত উচ্চারণ প্রকাশ করে না। বরং অনেক ক্ষেত্রে বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে।
আল্লাহ আমাদের কবুল করুন।
এক নজরে বইটি :
কুরআনের আয়াত দ্বারা মুনাজাত ও একশত দোয়া
লেখক: মো: আবু তাহের বর্দ্ধমানী
প্রকাশনায়: জায়েদ লাইব্রেরী
পৃষ্ঠা: ৩৭
সাইজ: ১.৩ মেগাবাইট
ডাউনলোড: