
আল-কুরআনের বিষয়ভিত্তিক আয়াত ১ম খন্ড
পবিত্র কুরআন আল্লাহর কালাম। মহান আল্লাহর অবিনশ্বর বাণী। এই কুরআনের প্রতিটি বক্তব্য যেমন চিরন্তন ওয়াহী, তেমনি এর সূরা ও আয়াতসমূহের ক্রমবিন্যাস মহান আল্লাহ পাকের মনোনীত, যা নতুন করে সংস্থাপনের কোন অবকাশ নেই। পবিত্র কুরআনের তারতীব ওয়াহীরই অন্তর্ভূক্ত বিধায় নতুনভাবে কুরআনের বিন্যাস বৈধ নয়। অনেক সময় কুরআনের প্রয়োজনীয় বিষয়ের আয়াতগুলো খুজে পাওয়া দুষ্কর হয়। এজন্য বিষয়ভিত্তিক আয়াতগুলো একসাথে থাকলে তা সুবিধাজনক। যাতে আগ্রহী পাঠকগণ কুরআন থেকে নিজের প্রয়োজনীয় বিষয়টি খুঁজে জ্ঞান আহরণ করতে পারে। সে লক্ষ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কুরআনের বিষয়ভিত্তিক আয়াত শীর্ষক গ্রন্থ রচনা করেছে যাতে সাধারণ পাঠকরা সহজে পবিত্র কুরআন থেকে প্রয়োজনীয় বিষয়টি খুঁজে জ্ঞান আহরণ করতে পারেন। সে লক্ষ্যে এ গ্রন্থে কুরআনের আয়াতগুলোকে এক একটি শিরোনামের আওতায় রেফারেন্স ও অর্থ সহ পেশ করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: পবিত্র কুরআনের বিষয়ভিত্তিক আয়াত শীর্ষক গ্রন্থ দ্বারা নতুন কোন বিন্যাস উপস্থাপন করা কিংবা বর্তমান তারতীবের বিকল্প তারতীবের পেশ করা মোটেও আমাদের উদ্দেশ্য নয়।
কিতাবটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- কুরআনের আয়াতগুলোর অধ্যায় ও বিষয়ভিত্তিক তালিকা আকারে প্রকাশ।
- কুরআনের আয়াতগুলোর সহজ সরল তথা চলিত ভাষায় অনুবাদ।
- প্রথমে সূরার নাম ও উক্ত সূরার অন্তর্ভূক্ত বিষয়ভিত্তিক আয়াতগুলো বিদ্যমান।
- আরবী ফন্টের পাশাপাশি বাংলা অনুবাদ বিদ্যমান।
- প্রতিটি আয়াতের তরজমা প্রদানের আগে প্রথমে সূরার নাম, সুরা নম্বর তারপর আয়াত নম্বর দেয়া হয়েছে। যেমন আক্বাঈদ সম্পর্কিত আয়াতের ক্ষেত্রে সূরা বাকারাহ, ২:১০। এর অর্থ দুই নম্বর সুরা বাকারার ১০ নম্বর আয়াত।
প্রথম খন্ডে আলোচ্য অধ্যায়গুলো হলো :
- আল্লাহ
- মালাইকা
- কিতাবুল্লাহ
- রাসূল, রিসালাত ও অহী
- কিয়ামত ও আখিরাত
- কাযা ও কা্দর।
এক নজরে বইটি :
আল-কুরআনের বিষয়ভিত্তিক আয়াত প্রথম খন্ড
প্রকাশনায়: ইসলামিক ফাউন্ডেশন
পৃষ্ঠা: ৫০০
সাইজ: ১৮ মেগাবাইট
ডাউনলোড:
পরবর্তী খণ্ডগুলোর অপেক্ষায় আছি