
ইসলামী বই : কবীরা গুনাহ ও তাওবা
إِن تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلًا كَرِيمًا
‘‘তোমরা যদি বড় বড় গুণাহ হতে বেঁচে থাক তবে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব এবং তোমাদেরকে জান্নাতে প্রবিষ্ট করাবো।’’
আল কোরআন, সুরা নিসা(৪), আয়াত-৩১
মহান আল্লাহ্ এ ঘোষণাকে সামনে রেখে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে সকলকেই কবীরা গুণাহ সমূহ থেকে বেঁচে থাকার প্রচেষ্টায় রত থাকা উচিত। তাহলেই আল্লাহর রহমত এবং নাজাত প্রাপ্তির আশা করা যায়। তার জন্য সর্বপ্রথমে যেটা প্রয়োজন তা হলো কবীরা গুণাহ্সমূহ সস্পর্কে সুস্পষ্ট ধারনা অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা। তবে একজন মুমিনের পক্ষে নিজে শুধু নেক আমল করাই যথেষ্ট নয়, মানুষকে সৎপথে আহবান করাও তার উপর অর্পিত পবিত্র দায়িত্ব। আমাদের সমাজের অধিকাংশ সাধারণ মানুষের পর্যাপ্ত ধর্মীয় জ্ঞানের ঘাটতি রয়েছে। কবীরা গুণাহ সম্পর্কে তাদের ধারনা খুবই অস্পষ্ট। তাই তাদের পক্ষে কবীরা গুণাহের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে সমাজের সচেতন ব্যক্তিদের উচিত নিজেকে সরল পথে প্রতিষ্ঠিত রাখার সাথে সাথে সাধারণ মানুষদেরকেও সেদিকে আহবান করা। সে উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা ‘কবীরা গুণাহ’ শীর্ষক বইটি রচিত।
বইটির উল্লেখযোগ্য আলোচ্য বিষয়গুলো হলো :-
- কবীরা গুণাহ্ ও প্রত্যেকটি কাবীরাহ গুনাহর তালিকা এবং ব্যাখ্যা।
- তাওবাহ
কাবীরাহ গুনাহ ও তাওবা
মূল : ডাঃ মোঃ সেলিম রেজা, এমবিবিএস, এম ফিল, সহকারী অধ্যাপক, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
পৃষ্ঠা : ৩৫৪
সাইজ : ৩ মেগাবাইট
ডাউনলোড