
ইসলামী বই : মুসলিম জীবনাদর্শ
যে জাতির ইতিহাস নেই, সে নিতান্তই হতভাগ্য । আর যে জাতির বিরাট নইতিহাস থাকা সত্ত্বেও সে ইতিহাসের সাথে কোন পরিচয় নাই, এমন কি অনুভূতি পর্যন্ত লোপ পাইয়াছে—সে আরও হতভাগ্য। মুসলমানেরা সেই জাতি যাহারা এক গৌরবময় ইতিহাস, এক অতুলনীয় ঐতিত্য, সংস্কৃতি ও মানবতার শ্ৰেষ্ঠ ও অনুপম আদর্শের অধিকারী হইয়াও সবই যেন বিস্মৃতির অতল জলে ডুবাইয়া দিয়াছে। আজিকার মুসলমানকে দেখিলে মনে হয় না যে, তাহারা এক হাজার বৎসর ধরিয়া জগতের ইতিহাস রচনা করিয়াছে। ত্যাগ-পূত-সাধনা, জ্ঞান-গরিমা, বিজ্ঞান-দর্শন, সাহিত্য-কলা ও স্থাপত্যবিদ্যা প্রভৃতি জীবনের বিভিন্ন স্তরে অপূৰ্ব অবদান রাখিয়া গিয়াছে।
মাওলানা আবু তাহের বর্দ্ধমানী সাহেব ইসলামের সেই গৌরবময় ইতিহাসের নিখুঁত চিত্র তাহার স্বভাব-সুলভ রচনাভঙ্গীর মধ্য দিয়া সুন্দরভাবে আঁকিবার চেষ্টা করিয়াছেন। এই পুস্তকের লেখক তাহার সুচিস্তিত রচনাবলীর মধ্য দিয়া একাধারে তাহার নিজের জ্ঞানগরিমা ও প্রতিভার সাথে ইসলামী আদর্শের সাৰ্ব্বজনীন রূপ ও সামগ্রিক সাধনা যেভাবে বর্ণনা করিয়াছেন, তারা সচরাচর বাঙ্গালী মুসলমানের মাঝে দেখা যায় না। লেখকের এই অক্লান্ত সাধনাই যদি বাংলার হতভাগ্য মুসলমানের বিশেষ করিয়া শিক্ষিত যুবক যুবতীর বুকে ইসলামের জীবনদর্শনকে বুঝিবার এবং নিজের জীবনে তাহা রূপায়িত করিবার সামান্য স্পৃহাও জাগাইয়া তোলে-তাহা হলে তাহার চেষ্টা সফল হয়েছে বলে আশা করা যায় ।
এক নজরে বইটি :
মুসলিম জীবনাদর্শ
রচনায় : মাওলানা আবু তাহের বর্দ্ধমানী
প্রকাশনায় : জায়েদ লাইব্রেরী
ডাউনলোড