
হাদীস সম্ভার ১ম খন্ড ডাউনলোড
সৃষ্টির সেরা মানব মুহাম্মাদ (সাঃ) এর জীবনাদর্শ প্রতিটি মুহূর্তে প্রত্যেক মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তাঁর জীবনাদর্শ জানতে হলে পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহ জানার বিকল্প নেই। বাংলা ভাষাভাষীরা সাধারণত কুতুবুস সিত্তাহ (সহীহুল বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবনে মাজাহ), মিশকাত, রিয়াদুস সালেহীন ও বুলুগুল মারাম হাদীসের কিতাবগুলোর নাম শুনে, জানে ও পড়ে থাকে। এগুলোর বাংলা অনুবাদও আমাদের দেশে সহজলভ্য। এগুলো ছাড়াও বহু হাদীসের কিতাব রয়েছে যেগুলো এখনও অনুবাদ হয়নি এবং বাংলাদেশে এগুলোর মূলকপিও সহজলভ্য নয়। পাঠকদের অনুরোধে এসব হাদীস গ্রন্থের গুরুত্বপূর্ণ হাদীসগুলোকে বিষয় ভিত্তিক সাজিয়ে প্রকাশ হয়েছে “হাদীস সম্ভার ১ম খন্ড”। এটি সংকলন করেছেন শাইখ আবদুল হামীদ ফাইযী আল মাদানী। বইটি প্রকাশ করেছে “ওয়াহীদিয়া ইসলামীয়া লাইব্রেরী, রাজশাহী।
এক নজরে বইটির বৈশিষ্ট্য :
- আবদুল হামীদ ফাইযী’র শতাধিক গ্রন্থে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আয়াত-হাদীস উল্লেখ করা হয়েছে।
- ইসলামের ইসলামের মৌলিক ৪২টি অধ্যায়ে এবং জরুরী ৫৬৩টি বিষয়ে কিতাবটি সাজানো হয়েছে।
- হাদীসের মূল কিতাবসহ প্রায় ৩০টিরও অধিক দুষ্প্রাপ্য অনেক কিতাব হতে সহীহ হাদীস সংকলন করা হয়েছে।
- ইমাম-খতিব, বক্তা-আলোচক ও গবেষকদের বিষয়ভিত্তিক আলোচনা ও অনুসন্ধানে ব্যাপক সহায়ক।
- অত্র কিতাবে প্রায় ৪০০০ হাদীস ও ৪০০ শত আয়াত সংকলন করা হয়েছে।
- প্রতিটি আয়াত-হাদীস নম্বর বা খন্ড, পৃষ্ঠা মাকতাবাতুশ শামেলার নম্বর অনুযায়ী বিন্যস্ত।
- অত্র কিতাবে যইফ-জাল হাদীস বর্জন করা হয়েছে।
- জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনের সকল দিক ও বিভাগ বিষয় ভিত্তিক আকারে সাজানো হয়েছে।
এক নজরে বইটি :
বিষয় ভিত্তিক হাদীস সংকলন : হাদীস সম্ভার ১ম খন্ড
প্রায় ৪০০ শত আয়াত ও ৪০০০ হাদীসের সমাহার
রচনায় : আবদুল হামীদ ফাইযী আল মাদানী
প্রকাশনায় : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাজশাহী
পৃষ্ঠা : ৬৩১
সাইজ : ১৩ মেগাবাইট
ডাউনলোড
Mediafire Google Drive WordPress Server (For Mobile User)
বইটির হার্ড কপি সংগ্রহ করতে ফোন করুন : 01730-934325 & 01733-027351
আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো বইটি পেয়ে, এমন বই মনে মনে খুজছিলাম। কারণ এই ছয় হাদীসের বাহিরের অন্যান্য হাদীস গ্রন্থগুলোর শুধু নামই শুনেছি, এ পর্যন্ত দেখতে পারি নাই এবং হাদীসগুলোও দেখতে পারি নাই, এবার অনেকটাই মনের সাধ মিটবে। জাযাকুমুল্লহ
Assalamu Alaikum,
Hadith Somver boi ti amer Khub valo legese. Amer 2nd part ti-o dorkar. Ami boi 2ti buy korte parsi na. Karon Ami akhon SUDAN a asi. Ami Bangladesh a gele Heard Copy buy korbo In-Sha-Allah. But Amer 2nd copy ti-o Dorkar. Amak ki 2nd copy er link ta dewa jabe.
আমাদের লাইব্রেরী লিস্ট থেকে নিকটস্থ লাইব্রেরীতে খোঁজ করুন। অথবা আমাদেরকে আপনার লোকেশন জানান। আমরা চেষ্টা করবো নিকটস্থ লাইব্রেরীর ঠিকানা দেয়ার।
অাসসালামু অালাইকুম, অাসলে অামি এখন বিদেশে অাছি। মিশরের প্রতিবেশী রাষ্ট্র সুদানে থাকি যার কারণে বইটি ক্রয় করতে পারিছ না। এ কারণেই অাপনাদের নিকট হাদিস সম্ভার দ্বিতীয় খন্ড এর ডাউনলোড লিংকটা চেয়েছিলাম।
সহীহ ইবনে খুজাইমা, সুনানে দারেমী ও সহীহ ইবনে হিব্বানের আরবি বাংলা পিডিএফ টি পেলে বেশি উপকৃত হতাম।
এগুলো এখনও বাংলায় অনুবাদই হয়নি। কিভাবে পিডিএফ দিবো ?
আসসালামু আলাইকুম। হাদীস সম্ভার- এর ২য় খন্ড টা দিলে উপকৃত হবো ইনশাআল্লাহ