
নির্বাচিত ৮টি সূরার তাফসীর
মহাগ্রন্থ আল-কুরআন মানবজাতির একমাত্র হিদায়াত গ্রন্থ। এজন্যই সকল মুসলিমের আল-কুরআন তিলাওয়াত করার ও বুঝে পড়া আবশ্যক। আল-কুরআনকে বুঝে পড়ার মাঝে হিদায়াতের অগ্রগতি উল্লেখ করা যায়। ইসলামের একেবারে সাধারণ শিক্ষিত অনুসারী থেকে শুরু করে উচ্চ শিক্ষিতরাও আল-কুরআনের শেষ পারার শেষের দিকের সূরাগুলি প্রায়ই পড়ে থাকেন নামাযের মধ্যে, বাইরে প্রভৃতিতে। এসব সূরা বিভিন্ন সময় পাঠ করার তাগীদ হাদীসে এসেছে। এছাড়া এসব সূরার ফযীলতও অনেক। কুরআনের এই ছোট ছোট অথচ তাৎপর্যপূর্ণ সূরাগুলোর মাঝে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এই সূরাগুলোর অর্থ সহ সংক্ষিপ্ত তাফসীর তুলে ধরেছেন হুসাইন বিন সোহরাব। এটি প্রকাশ করেছে হুসাইন আল মাদানী প্রকাশনী।
বইটিতে যেসব সূরার সংক্ষিপ্ত তাফসীর উল্লেখ করা হয়েছেঃ
- সূরা আল-ফাতিহা
- সূরা আল-কাওসার
- সূরা আল-কাফিরুন
- সূরা আন-নাসর
- সূরা আল-লাহাব
- সূরা আল-ইখলাস
- সূলা আল-ফালাক্ব
- সূরা আন-নাস
এক নজরে বইটি:
নির্বাচিত ৮টি সূরার তাফসীর
রচনায় : হুসাইন বিন সোহরাব
প্রকাশনায় : হুসাইন আল মাদানী প্রকাশনী
পৃষ্ঠা ৫০
সাইজ: ২ মেগাবাইট
ডাউনলোড :