
উপদেশবানী
হাফেয ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, দশটি বস্তু ফলহীন, যা কোন কাজে লাগে না।
(১) ঐ ইলম, যে মোতাবেক আমল করা হয় না।
(২) ঐ আমল, যার মধ্যে ইখলাছ নেই
(৩) ঐ মাল, যা (আল্লাহর পথে) খরচ করা হয় না।
(৪) ঐ অন্তর, যা আল্লাহর ভালবাসা হতে খালি
(৫) ঐ দেহ, যা আল্লাহর আনুগত্য হতে মুক্ত
(৬) ঐ ভালবাসা, যা তার প্ৰেমাস্পদ আল্লাহর হুকুম মানতে আগ্ৰহী নয়।
(৭) ঐ সময়, যা ত্রুটি সংশোধন ও নেকী অর্জন হতে শূন্য
(৮) ঐ চিন্তাধারা, যা অনুপকারী কাজে ব্যাপৃত থাকে
(৯) ঐ খিদমত, যা আল্লাহর নিকটবর্তী করে না বা দুনিয়াতেও কোন কল্যাণ বয়ে আনে না
(১০) ভয় করা ঐ বস্তুকে বা আকাংখা করা ঐ বস্তুর নিকটে, যে নিজে আল্লাহর হাতের মুঠির মধ্যে বন্দী’
(সংগৃহীত)
সূত্রঃ আত-তাহরীক জানুয়ারী ২০০৭ সংখ্যা।