প্রেম রোগ : প্রতিপাদন ও প্রতিবিধান

প্রেম-ভালোবাসা ব্যাপারটা কিশর-কিশোরী ও তরুণ-তরুণীর কাছে বড়ই আকর্ষণীয়। তরূণ সমাজে প্রেমরোগ সংক্রামক মহামারীর আকার ধারণ করেছে। প্রায় ঘরেই দেখা যায় কেউ না কেউ এ রোগের আক্রান্ত রোগী আছেই আছে। ইল্লা মা শাআল্লাহ। হাজী-গাজী, আলেম-জালেম, শিক্ষিত-মূর্খ, পর্দানশীন বেপর্দা প্রায় সকল পরিবেশের কেউ না কেউ প্রেম-ভালোবাসার নোংরামীতে জড়িয়ে পড়ছে।

আজ ঘরে-ঘরে পিরীতের বাজনা, হাতে হাতে প্রেমের বাঁশি, মনে মনে প্রেমের বেদনা। প্রচার মাধ্যম খুলে বসলেই অবৈধ প্রেম রোমান্সের কাহিনী ও অভিনয়। প্রেম করা যেন এক আধুনিক ফ্যাশনে পরিণত হয়েছে।

আমাদের প্রয়াস সমাজ সংস্কার করা। প্রগতির নামে দুর্বার দুর্গতির পথ রোধ করা। সেই প্রচেষ্টায় শাইখ আব্দুল হামীদ আল-ফাইযীর ‘প্রেম রোগ প্রতিপাদন ও প্রতিবিধান’ বইটি। এই বইয়ে লেখক ভালোবাসার নানা প্রকার, অবৈধ ভালবাসা সৃস্টি হয়ার কারণ সমূহ, এর ফলে দ্বীনী ক্ষতিসমূহ, মানসিক, সামাজিক ক্ষতিসমূহ এবং এই রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়েছে।

prem-rog

 এক নজরে বইটিঃ

> বই: ‘প্রেম রোগ প্রতিপাদন ও প্রতিবিধান।

> লেখক: আব্দুল হামীদ আল-ফাইযী।

> প্রকাশনী: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী।

> মূল্য: ১৩০ টাকা।

> পেইজ: ২৫২।

> সাইজ: ২.৫ মেগাবাইট

ডাউনলোড করতে নিচের যেকোন একটি অপশনে ক্লিক করুন

Medifire                                                  Google Drive                  Site Server

এ সম্পর্কিত আরও পোস্ট

১টি মন্তব্য

  1. আলহামদুলিল্লাহ শাইখ এর লিখা বই গুলো আমাদের কাছে অনলাইন লিংক এর মাধ্যমে সহজে পেয়ে যাচ্ছি এই জন্য শুকরিয়া জানাই, আল্লাহ শাইখ এর দ্বীনের খেদমত কে কবুল করুন। এবং তাকে নেক হায়াত দারাজ করুন আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button